নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকার কংসাবতী নদীর বাঁধ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, রবিবার পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র সেই সব এলাকা পরিদর্শনে যান এবং এলাকার মানুষের সাথে কথোপকথন সারেন।
জানা গিয়েছে দীর্ঘদিন একাধিক গ্রামের সঙ্গে যোগসূত্র বেঁধেছিলো বাঁশের তৈরি সাঁকো, কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ভেঙে গিয়েছে বাঁশের সাঁকো দুর্ভোগ দেখা দিয়েছে বাঁধে। ফলে সাধারণ মানুষের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা করে দেয়া হয়েছে একটি নৌকার, কিন্তু অতিরিক্ত মানুষজন চলাচলের কারণে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র জানান, “আমরা এই বিষয় নিয়ে ব্লক আধিকারিকের সঙ্গে কথা বলেছি খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে নজর পাত করব।” অন্যদিকে দীর্ঘদিনের এলাকাবাসীর দাবি ওই বাঁশের সাঁকোর পরিবর্তে কংক্রিটের তৈরি ব্রিজ করে দেয়া হোক কিন্তু সেই বিষয় নিয়ে চেয়ারম্যান নন্দকুমার মিশ্র বলেন এই বিষয় নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, আমিও চাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হোক।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে সোনা উদ্ধার, ধৃত ২
অন্যদিকে বাঁধ আশঙ্কাজনক হওয়ায় ইতিমধ্যেই তার ব্যবস্থা নিয়ে ফেলেছে প্রশাসন, মেরামতের কাজ শুরু হয়েছে সেই মতো। তবে আগামী দিনে এলাকাবাসীদের দাবি পূরণ হবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584