সাঁকো ভেঙে বিচ্ছিন্ন রাজবল্লভপুর,মেরামতের আবেদন বিডিও কে

0
57

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

people | nnewsfront.co
স্মারকলিপি জমা ৷ নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের দুই নম্বর সন্ধিপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা রাজবল্লভপুর গ্রামের একমাত্র রাস্তা হল শিলাবতী নদীর উপরে থাকা বাঁশের তৈরি সাঁকো, কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের ফলে শিলাবতী নদীতে জল বেড়ে যাওয়ায় জলের তোড়ে ভেঙে যায় এই বাঁশের সাঁকোটি,ফলে নানান সমস্যার মধ্যে পড়তে হয় গ্রামবাসীদের,বাজারহাট থেকে শুরু করে নানান সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের৷

water | newsfront.co
ভাঙা সাঁকো৷ নিজস্ব চিত্র

অবশেষে গ্রামবাসীরা একত্রিত হয়ে মঙ্গলবার গড়বেতা ১ নম্বর ব্লক বিডিওর কাছে স্মারকলিপি জমা দেয় ৷গ্রামবাসীদের বক্তব্য অবিলম্বে মেরামত করাহোক এই বাঁশের সাঁকো, তাহলে অনেকটাই উপকৃত হবে গ্রামবাসীরা ৷

আরও পড়ুনঃ শহীদ দিবসে ‘ভার্চুয়াল সভা’ মমতার, মুখিয়ে কর্মীরা

যদিও এই বিষয়ে গড়বেতার যুগ্ম বিডিও বিশ্বনাথ ধীবর কর বলেন, ‘আমরা এই বিষয়ের উপর নজর পাত করেছি,আমরা উচ্চতর প্রশাসনের সঙ্গে কথা বলে খুব তাড়াতাড়ি মেরামত করব এই বাঁশের সাঁকোটি’৷এতেই খুশি গ্রামবাসীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here