মনিরুল হক, কোচবিহারঃ
দীর্ঘ প্রতিক্ষার পর শীতলখুচি বাজারের সাথে যোগাযোগের জন্য নালার উপর তৈরি হল বাঁশের সাঁকো। রবিবার ওই বাঁশের সাঁকোর উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্য বাসন্তী বর্মণ।
তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শীতলখুচি বিধানসভা কমিটির সদস্য সাহের আলি মিয়াঁ, উপপ্রধান আইয়ুব আলি খান সহ বেশ কয়েকজন দলীয় নেতা ও কর্মী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শীতলখুচি বাজারের সাথে যোগাযোগের রাস্তায় নালা থাকায় দাসপাড়া সহ বেশ কিছু এলাকার মানুষের রীতিমত সমস্যায় পড়তে হয়।
আরও পড়ুনঃ লকডাউনের ফলে সংকটে বৃহন্নলারা
বিশেষ করে বর্ষায় সেই সমস্যা মারাত্মক আকার নেয়। তাই এলাকার মানুষরা সেই বাম আমল থেকে নালার উপড়ে কংক্রিটের সেতু করার দাবি জানালেও জোটে সেই বাঁশের সাঁকো। সেটাও আবার কোন কোন সময় ভেঙেও যায়।
এবার তৃণমূল কংগ্রেসেরই স্থানীয় পঞ্চায়েত সদস্য বাসন্তী বর্মণ উদ্যোগ নিয়ে ওই বাঁশের সাঁকো গড়ে দেন। ওই বাঁশের সাঁকো পেয়ে খুশি স্থানীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584