ব্যক্তিগত কাজে পৌরসভার গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা

0
146

সুদীপ পাল,বর্ধমানঃ

ban on private work in municipal corporation car

দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন দলের খরচে রাশ টানতে হবে। সে পথেই পা বাড়ালেন দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তি। পুরসভার খরচে রাশ টানতে তিনি মেয়র পরিষদের যথেচ্ছ গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলেন।যথেচ্ছ গাড়ি ব্যবহারের ফলে সেই ব্যয়ভার সম্পূর্ণ বহন করতে হতো পুরসভাকে।বিষয়টি তিনি দীর্ঘদিন উপলব্ধি করার পরেই এমন সিদ্ধান্তে এসেছেন বলে মত রাজনৈতিক মহল। প্রশাসনিক কাজ বাদ দিয়ে ব্যাক্তিগত কোন কাজে এই গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করাতে অনেকেই ক্ষুব্ধ হলেও সাধারণ মানুষ মেয়রের এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রায়ই দেখা যায় অযথা গাড়ি ব্যবহার করা হয় এবং তার সাথে প্রশাসনের কাজের কোনো সম্পর্কই নেই।সেই ব্যায়ও বহন করতে হত পুরসভাকে। মেয়রের এই পদক্ষেপের ফলে সে রাশ অনেকখানি হাতে আসবে এবং পুরসভার টাকাও বাঁচবে। একই সাথে গাড়িতে মেয়র-ইন-কাউন্সিল বোর্ডটি সরিয়ে দিয়ে অন ডিউটি বোর্ড ব্যবহারের কথা তিনি আগেই ঘোষণা করেছিলেন।পুরসভার মেয়র দিলীপ অগস্তি বলেন,‘আমরা সব সময় পুরসভার খরচ বাঁচাতে চেষ্টা করছি।এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল।’

ban on private work in municipal corporation car
দিলীপ অগস্তি।নিজস্ব চিত্র

আরও পড়ুন: ইকো ট্যুরিজম পার্কের শিলান্যাস

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here