নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
খড়্গপুর সদর বিধানসভার উপনির্বাচনে প্রচারে ব্যবহার করা যাবে না কোনো প্লাস্টিক দ্রব্য। প্লাস্টিকে তৈরি ব্যানার , ফেস্টুন, ফ্লেক্সের পরিবর্তে পাট কাগজ কাপড়ের ব্যবহার করতে বলা হয়েছে।
এবিষয়ে শনিবার জেলা শাসক ও জেলা পুলিশ সুপার সব রাজনৈতিক দলের প্রতিনিধি দের নিয়ে বৈঠক করে একথা জানিয়ে দেন।
জেলা শাসক জানান, এখানে মোট বুথের সংখ্যা ২৭০টি । মোট ভোটারের সংখ্যা ২২৫২৬৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১১১১৯৭ জন এবং মহিলা ভোটার ১১৪০৫৯ জন। অর্থাৎ পুরুষ ভোটারের থেকে ২৮৬২ জন মহিলা ভোটার বেশি। প্রত্যেক বুথেই ইভিএম ও ভিভি প্যাট থাকবে। ভোট গ্রহণ কেন্দ্রে রাজ্য পুলিশ না কেন্দ্রীয় বাহিনী থাকবে সে বিষয়ে এখনো কোনো নির্দেশিকা আসেনি। ৩০ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। ৭ নভেম্বর তা পরীক্ষা করে দেখা হবে। ১১ নভেম্বর পর্যন্ত প্রার্থী পদ প্রত্যাহার করা যাবে। ২৫ নভেম্বর ভোট। ২৮ নভেম্বর খড়্গপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ে ভোট গণনা হবে।
জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানান, ভোটের জন্য আইন শৃঙ্খলা বজায় রাখতে থানা গুলিকে সতর্ক করা হয়েছে। নাকা চেকিং শুরু হয়ে গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584