মোহনা বিশ্বাস, হুগলীঃ
সমগ্র বিশ্বে ভয়াবহ আকার ধারন করছে করোনা ভাইরাস। ভারতেও আক্রান্তের সংখ্যা কোনও অংশে কম নয়। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। করোনার করাল ছায়া পড়েছে পশ্চিমবঙ্গেও। করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। বাড়ির বাইরে পা রাখছেন না কেউই।

এহেন পরিস্থিতিতে শূণ্য থাকছে ব্লাডব্যাঙ্কগুলি। রক্তের অভাব দেখা দিচ্ছে হাসপাতালগুলিতে। বিশেষ করে রক্ত সংকটের মুখে পড়ছেন থ্যালাসেমিয়ার রোগীরা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সমস্ত থানার পুলিশ কর্মীরা রক্তদান শিবির করছেন।

আরও পড়ুনঃ মানুষের পাশে থাকার বার্তা মৌসমের
এই দুর্দিনে রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এল ব্যান্ডেল জিআরপি থানার পুলিশ। সোমবার জিআরপি থানার বড়বাবু মহাবীর বেড়ার উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। ব্যান্ডেল স্টেশনে সামাজিক দুরত্ব বজায় রেখে এদিন রক্তদান করেন ত্রিশ জন পুলিশকর্মী।
করোনার ত্রাসে যখন কাঁপছে গোটা পৃথিবী, তখন ব্যান্ডেল জিআরপি থানার এই উদ্যোগ আবারও পুলিশকর্মীদের মানবিক রূপ তুলে ধরল। দেশের এরকম কঠিন সময়ে এভাবে মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি জিআরপি থানার বড়বাবু মহাবীর বেড়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584