কালচিনিতে ধামসা মাদল বাজিয়ে বঙ্গধ্বনি যাত্রা

0
136

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

চা বাগানের শ্রমিক মহল্লায় অভিনব উপায়ে বঙ্গধ্বনি যাত্রা সারলেন তৃণমুল নেতারা। ধামসা মাদল নিজেরা বাজিয়েই প্রতিটি শ্রমিকের দুয়ারে পৌঁছে সরকারের রিপোর্ট কার্ড তুলে ধরলেন তারা। আদিবাসীদের প্রাণের বাদ্য ধামসা মাদল নিয়ে চা শ্রমিকদের “দুয়ারে সরকার” প্রকল্প কর্মসূচি পৌঁছোতে এক অভিনব কৌশল নিলেন আলিপুরদুয়ারের কালচিনি ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সন্দীপ এক্কা।

Bangadhani Yatra | newsfront.co
অভিনব ‘বঙ্গধ্বনি যাত্রা ৷ নিজস্ব চিত্র

সোমবার দিনভর দলীয় সঙ্গীসাথীদের নিয়ে ‘বঙ্গধ্বনি’ যাত্রা নিয়ে চষে বেড়ালেন একেরপর এক চা বাগানের শ্রমিক মহল্লা গুলিতে। ওই পদযাত্রায় ধামসা মাদলে দ্রিমিকি দ্রিমিকি বোল তুলে চলল সরকারি বিভিন্ন শ্রমিক কল্যাণমূলক প্রকল্পের সুরেলা প্রচার।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে শুভেন্দুর বিরুদ্ধে ‘দূর হটো’ স্লোগানে বিক্ষোভ তৃণমূলের

ঘরে ঘরে তুলে দেওয়া হল রাজ্য সরকারের রিপোর্ট কার্ড। সঙ্গে শ্রমিকদের অবসরকালীন ভাতা, ষাট বছরের বেশি বয়স্ক চা শ্রমিকদের তৎক্ষনাৎ জয় জোহার প্রকল্পের ফর্মও ভরে দিলেন শাসক দলের নেতাকর্মীরা। তুলে দেওয়া হয় স্বাস্থ্যসাথীর কার্ডও।

সব মিলিয়ে আদিবাসী প্রাণের সুর ধামসা-মাদলের তালে দলে দলে চা শ্রমিকরা দিন ভর সব ধরণের সরকারি প্রকল্পের সহায়তা নিলেন দু’হাত ভরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here