নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বেঙ্গালুরুর অনলাইন ফুড ডেলিভারি এজেন্টের বয়ান প্রকাশ্যে আসতেই তাঁর পাশে দাঁড়িয়েছে নেটিজেনদের একাংশ। অভিযুক্ত ডেলিভারি এজেন্ট কামারাজ সোচ্চারে জানিয়েছেন, তিনি দোষী নন। সেদিনের দুর্ঘটনা নিয়ে জলঘোলা করার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। কিন্তু মডেল হিতেশা চন্দ্রানীর ভিডিও কেড়ে নিয়েছে তাঁর রোজগার।
কামারাজ জানিয়েছেন, “আমার বাবা ১৫ বছর আগে মারা গিয়েছেন। মা অসুস্থ। বাড়িতে একমাত্র রোজগেরে আমি। ২৬ মাস ধরে কাজ করছি জোম্যাটো-র সঙ্গে। ৪.৭ রেটিং আমার। যতদিন তদন্ত চলবে জোম্যাটো আমার আইডি ব্লক করে রাখবে। আমার রোজগার বন্ধ হয়ে গিয়েছে। তাই আমি চাই ঘটনার সত্যতা দ্রুত সামনে আসুক।”
ঘটনার সূত্রপাত, মেক আপ আর্টিস্ট তথা মডেল হিতেশা চন্দ্রানীর খাবার অর্ডার করা এবং তা দেরিতে পৌঁছনো থেকে। খাবার পৌঁছনোর কথা ছিল ৩.৩০ নাগাদ। কিন্তু জোম্যাটোর ডেলিভারি এজেন্ট পৌঁছন ১ ঘণ্টা দেরিতে। এসময়ে চন্দ্রানী জোম্যাটো কাস্টমার এক্সিকিউটিভের সঙ্গে যোগাযোগ করেন। তিনি দাবি করেন, ঠিক সময়ে খাবার পৌঁছায়নি। কাজেই, হয় তাঁর খাবার ফ্রি করে দেওয়া হোক নয়ত অর্ডার ক্যানসেল করুক সংস্থা।
আরও পড়ুনঃ বেঙ্গালুরুতে অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থার কর্মীর বিরুদ্ধে আক্রমণের অভিযোগ মেকআপ শিল্পীর
ইতিমধ্যে কামারাজ খাবার নিয়ে পৌঁছন এবং অত্যন্ত খারাপ ব্যবহার করেন চন্দ্রানীর সাথে, এমনটাই অভিযোগ করেছেন তিনি। চন্দ্রানীর অভিযোগ অনুযায়ী সেই সময় ফ্রি’তে বা খাবার ফিরিয়ে দেওয়া সম্ভব কিনা সে বিষয়ে তিনি কথা বলছিলেন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সঙ্গে। কিন্তু ডেলিভারি এজেন্ট দাঁড়াতে রাজি হয় নি এবং খাবার ফিরিয়ে নিয়ে যেতেও অস্বীকার করে।
আরও পড়ুনঃ ৩১ মার্চ থেকে ব্যাংকের আইডি কোড-সহ বেশ কিছু বদলের সিদ্ধান্ত
এই নিয়ে বচসা এবং চন্দ্রানীর অভিযোগ তখনই ডেলিভারি এজেন্ট ঘুঁষি মেরে নাক ফাটিয়ে দেয় তাঁর। নাক ফেটে রক্ত বেরোচ্ছে তার একটি ভিডিও রেকর্ড করে ঘটনার বিবরণ-সহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন তিনি। পাশাপাশি অভিযোগ জানান ইলেকট্রনিক সিটি থানায়। পুলিশ গ্রেপ্তার করে ডেলিভারি এজেন্ট কামারাজকে।
অন্যদিকে কামারাজ পুলিশকে জানিয়েছেন, “মহিলা আমাকে খাবার ফেরত নিয়ে যেতে বলেন আর কোম্পানি আমাকে ফোন করে বলে গ্রাহককে বোঝাতে যে তিনি যাতে অর্ডার ক্যানসেল করে দেন। কিন্তু, মহিলা উত্তেজিত হয়ে অশালীন ভাষায় আক্রমণ করেন আমাকে। এমনকি আমার জাত তুলেও কথা বলেন তিনি। এরপর চটি ছুঁড়ে মারেন। সেই চটির থেকে নিজেকে বাঁচতে হাত এগিয়ে দিই। সেইসময় ওনার নিজের হাতের আংটি গিয়ে নাকে লেগে যায়।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584