একবছরে ১ কোটির অধিক মানুষকে সহায়তা প্রদান, টুইট করে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

0
78

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

সাধারণ মানুষ বিভিন্ন সরকারি কাজে অফিস-আদালতে গেলে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয় এমন অভিযোগ হামেশাই শোনা যেত রাজ্যজুড়ে। প্রায়ই বিভিন্ন অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিত সাধারণ মানুষ। এসমস্ত কিছু মাথায় রেখে রাজ্যের সাধারণ মানুষকে সঠিক ভাবে সমস্ত সরকারি পরিষেবা পাইয়ে দিতে এক অভিনব উদ্যোগ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্যোগের অংশ হিসেবে বছর খানেক আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জায়গায় গড়ে তোলেন ‘বাংলা সহায়তা কেন্দ্র’।

Mamata Banerjee

এই কেন্দ্রগুলি রাজ্যের বিভিন্ন অফিস, আদালত এবং হাসপাতালে তৈরি করা হয়। কম্পিউটার স্পেশালিস্ট উচ্চ শিক্ষিত ছেলে-মেয়েদের বিশেষ ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্য এই সমস্ত সহায়তা কেন্দ্র গুলোতে পরিষেবা দেওয়ার জন্য মোটা অংকের স্যালারি দিয়ে নিয়োগ করেন। বিএসকে গুলোকে সঠিকভাবে পরিচালনা করার জন্য ওয়েবেল নামক এক কোম্পানির হাতে তুলে দেয় রাজ্য সরকার।

রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজ থেকে শুরু করে জাতির শংসাপত্র, কন্যাশ্রী, বাসস্থানের সার্টিফিকেট, বিডিও সার্টিফিকেট, ট্যাক্সের কাজ সহ যাবতীয় অফিসিয়াল কাজ সঠিকভাবে প্রদান করে এই সহায়তা কেন্দ্র গুলো। এই কেন্দ্রগুলি গড়ে উঠার পর রাজ্যের সাধারণ মানুষের হয়রানি অনেকাংশে কমেছে বলে জানিয়েছেন অনেক উপভোক্তাই।

আরও পড়ুনঃ এসএসসি গ্রুপ ডি-এর নিয়োগে আবারও অস্বচ্ছতার অভিযোগ! ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

এখন পর্যন্ত রাজ্যে ৩ হাজার ৫৬১ টি সহায়তা কেন্দ্র আছে। এই সহায়তা কেন্দ্রগুলি একবছরে ১ কোটিরও অধিক মানুষকে সহায়তা প্রদান করেছে সফলভাবে। এই ঘটনায় উচ্ছ্বসিত স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্ছ্বাস প্রকাশ করে টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন বিএসকে গুলোকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here