নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত রকম প্রকল্পের তথ্য জানাতে ও সাধারণ মানুষ যাতে আবেদন করে সরকারি পরিষেবা পায় তার জন্য ফালাকাটা ব্লকে উদ্বোধন করা হল ‘বাংলা সহায়তা কেন্দ্র‘। বৃহস্পতিবার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের উদ্যোগে ফালাকাটা সার্কেল (ফালাকাটা) ও ফালাকাটা নর্থ সার্কেল (জটেশ্বর) ফালাকাটা অবর বিদ্যালয় পরিদর্শকের করনে মোট দুটি বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন হয়।
আরও পড়ুনঃ চৈতার দুয়ারী পরিবারে কন্যা রূপে পূজিতা হন ধনদেবী
জানা গিয়েছে, মূলত সরকারি বিভিন্ন প্রকল্প যেগুলি অনলাইনে আবেদন করতে হয় সেইসব আবেদন এই কেন্দ্র থেকে বিনামূল্যে করতে পারবেন পড়ুয়া থেকে সাধারণ মানুষ। এদিন ফালাকাটা বিডিও সুপ্রতিক মজুমদার বলেন, “কন্যাশ্রী-সহ সরকারি প্রকল্প সরকারি পরিষেবা সম্পর্কে ফালাকাটার সমস্ত মানুষ এই কেন্দ্র থেকে যাবতীয় তথ্য সংশ্লিষ্ট প্রকল্পের সুযোগ পাওয়ার জন্য আবেদনও করতে পারবেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584