নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
চলছে মহামারীর প্রকোপ। মানুষকে স্বাস্থ্যবিধি মেনেই এর মোকাবিলা করতে হচ্ছে। তাই অফিস খোলার সঙ্গে সঙ্গেই আর্থিক কর্মকাণ্ডে আমজনতার যোগদান নিশ্চিত করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । এই কারণে শহর থেকে গ্রাম, সর্বত্র ‘বাংলা সহায়তা কেন্দ্র’ খোলার নির্দেশ দিল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।
বিভিন্ন তথ্যের জন্য এখন সরকারি অফিসে যেতে হয়।

তার অনেকটাই আমজনতা এই সহায়তা কেন্দ্রগুলি থেকে পেয়ে যাবেন। এতে সরকারি অফিসে ভিড় কমবে। এ ছাড়া মিলবে নানা পরিষেবাও।

আরও পড়ুনঃ প্রতিষ্ঠা দিবসেই নিট, জেইই পরীক্ষা স্থগিতের দাবিতে অবস্থান বিক্ষোভ ছাত্র পরিষদের
জাতিগত শংসাপত্র, কর, ফি ইত্যাদির পাশাপাশি কন্যাশ্রী, রূপশ্রীর মতো সামাজিক প্রকল্প-সহ ইনকাম সার্টিফিকেট , ট্রেড লাইসেন্স সরকারের অনলাইন সমস্ত পরিষেবাই মিলবে এই কেন্দ্রে। ফলে গ্রামের মানুষকে অকারণে ভিড় করতে হবে না বেসরকারি কম্পিউটার সেন্টারে । ইতিমধ্যেই শালবনী বিডিও অফিসে দুইজন কর্মী নিযুক্ত হয়েছে এই কর্মে।

আরও পড়ুনঃ ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের দাবিতে বিক্ষোভ, ডেপুটেশন
শুক্রবার থেকে শালবনী পঞ্চায়েত সমিতির কম্পাউন্ডে এই সহায়তা কেন্দ্র শুরু হল। বাংলা সহায়তা কেন্দ্রে
যে যে পরিষেবাগুলি পাওয়া যাবে তা বোর্ডে লিখে দেওয়া হয়েছে। শুক্রবার শালবনীতে বাংলা সহায়তা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় মালাকার, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারী, পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ সহ আরও অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584