শ্যামল রায়,বর্ধমানঃ
পরপর তিনবার জাতীয় পুরস্কার পেল বাংলা। এবার ও বিভিন্ন বিভাগে রাজ্য সাতটি পুরস্কার পেল।এছাড়াও একশো দিনের কাজে দেশের শীর্ষে বাংলা।আগামী ১১ সেপ্টেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে বাংলাকে পুরস্কৃত করা হবে বলে জানা গিয়েছে।আরো জানা গিয়েছে যে ২০১৭-১৮ আর্থিক বর্ষে ১০০ দিনের কাজে লক্ষ্যমাত্রা ধার্য ছিল ২৩ কোটি শ্রম দিবস।কিন্তু বাংলা সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে শ্রমদিবস করেছে ৩১ কোটি ২৫ লক্ষ।যা দেশের অন্য রাজ্যকে পিছনে ফেলে প্রথম সারিতে উঠে এসেছে বাংলা।এছাড়াও ১০০ দিনের কাজে গড় কাজ পেয়েছেন শ্রমজীবী মানুষ ৬০ দিন করে। এই লক্ষ্য মাত্রা আরও বাড়ানোর ওপর জোর দিয়েছে বাংলার প্রশাসনিক আধিকারিকরা।
তবে দেশের শীর্ষে বাংলা হলেও পূর্ব বর্ধমান জেলা সবথেকে রাজ্যের মধ্যে শীর্ষে।
এছাড়াও রয়েছে রাজ্যের আরেক জেলা কুচবিহার।শুধু তাই নয় পশ্চিমবঙ্গ জল সংরক্ষণের দেশের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেছে।এরকম সাফল্য পাওয়ায় সকল প্রশাসনিক কর্মকর্তাদের এবং এই কর্মকান্ডের সঙ্গে যুক্ত সকলকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে এই একশোদিনের কাজ কে আরও দ্রুত এগিয়ে নিতে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা ও রাজ্য স্তরেও তৎপর প্রশাসনিক কর্মকর্তারা।তবে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লক ও কালনা ২ নম্বর ব্লক প্রথম দিকে রয়েছে।কালনা ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব ঘড়িয়া জানিয়েছেন যে তাদের ব্লকজুড়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে।একশো দিনের গতি ধরে রেখেছে এবং আরো গতি বাড়াতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে একশো দিনের কাজে।
আরও পড়ুনঃ কলা চাষ করেই ভাগ্য ফিরছে উত্তর দিনাজপুরের বহু কৃষকের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584