মুনিরুল তারেক, বাংলাদেশঃ
ভারতের প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াণে গভীরভাবে শোকাহত বাংলাদেশ। ভারতের প্রথম এই বাঙালি রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আগামী ২ সেপ্টেম্বর রাষ্ট্রীয়ভাবে শোক পালন হবে।
বাংলাদেশের পরমবন্ধু প্রণব মুখার্জির পরলোকগমনের খবর জানার পর পরই ৩১ আগস্ট রাতে এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সরকার ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে ২ সেপ্টেম্বর (বুধবার) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
আরও পড়ুনঃ সাতদিনের রাষ্ট্রীয় শোক, আগামীকাল বন্ধ রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠান
মস্তিষ্কের অস্ত্রোপচারের পর তিন সপ্তাহের বেশি সময় ধরে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ৩১ আগস্ট বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুনঃ শিক্ষকতা থেকে সাংবাদিকতা- প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির বর্ণময় জীবন
তার মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আবদুল হামিদ-সহ মন্ত্রিসভার সদস্যরা গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
শোকবাণীতে তারা প্রণব মুখার্জির বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেছেন, প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু। তার চলে যাওয়া উপমহাদেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584