বাংলাদেশ সরকারের নির্দেশে ভারতের সীমান্তে মোবাইল পরিষেবা বন্ধ

0
91

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

ভারতের সীমান্তবর্তী এলাকায় মোবাইল পরিষেবা বন্ধ করল বাংলাদেশ সরকার। বর্তমান রাজনৈতিক চাপানউতোরের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘ঢাকা ট্রিবিউন’ জানিয়েছে, সোমবার সীমান্ত থেকে ১ কিমির মধ্যে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন(বিটিআরসি)-এর নির্দেশে ওই অঞ্চলে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে ওই দেশের টেলিকম সংস্থা– গ্রামীণফোন, টেলিটক, রবি ও বাংলা লিঙ্ককে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মোবাইল পরিষেবা বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।

bangladesh ban mobile service in india bangladesh border | newsfront.co
প্রতীকী চিত্র। চিত্র সৌজন্যঃ টেলিগ্রাফ

বিটিআরসি-র এক আধিকারিক ‘ঢাকা ট্রিবিউন’-কে জানিয়েছেন, বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তের ফলে ভারত ও মায়ানমারের সীমান্তে বসবাসকারী ৩২টি জেলার প্রায় এক কোটি মানুষ পরিষেবা পাবেন না।

আরও পড়ুনঃ দেশের নতুন সেনাপ্রধানের দায়িত্বে মুকুন্দ নারাভানে

এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন জানান, সরকারের এই সিদ্ধান্তের ব্যাপারে তাঁরা অবগত নন। একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘‘আমার কাছে তেমন তথ্য নেই। আমি আগে বিষয়টি জানি, তারপর এ নিয়ে কথা বলব।”

সিএএ-এনআরসি নিয়ে ভারতবর্ষে যে দাঙ্গাময় পরিস্থিতি লেগে আছে তার আঁচ প্রতিবেশী রাষ্ট্রগুলিতে পড়া খুবই স্বাভবিক বলে মনে করছেন বাংলাদেশ বিদেশ মন্ত্রী আবদুল মোমেন। তিনি জানান, ভারতে বসবাসকারী বেআইনি বাংলাদেশিদের তালিকা তাঁদের যাতে পাঠানো হয়, সে নিয়ে তিনি ইতিমধ্যেই ভারত সরকারের কাছে আর্জি জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here