কবির হোসেন, নিউজ ফ্রন্টঃ
পঞ্চম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬০ রানে হারিয়ে ৪-১ কে সিরিজ জয় বাংলাদেশের । সোমবার ঢাকা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১২২ করে ৮ উইকেট হারিয়ে। মহম্মদ নাইম ২৩ মাহমুদুল্লাহ ১৯ ও সৌম্য সরকার মাত্র ১৬ রান করে।
অস্ট্রেলিয়ার নাথান এলিস ও ড্যানিয়েল ক্রিস্টান ২ টি করে উইকেট নেয়।জয়ের জন্য ১২৩ লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়া মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায়। অজি অধিনায়ক ম্যাথিউ ওয়েড ২২ ও ম্যাকডারমট ১৭ রান ছাড়া কেউ দুই অঙ্কে পৌছাতে পারেনি ।
Bangladesh win the #BANvAUS T20I series 4-1!
Shakib Al Hasan-led attack bowled Australia out for 62, guiding their side to a 60-run win 🙌
Scorecard: https://t.co/ap9nHpzYec pic.twitter.com/7WyjAmgiOv
— ICC (@ICC) August 9, 2021
আরও পড়ুনঃ অলিম্পিক্সে ফুটবলে সোনা জিতল ব্রাজিল
সাকিব উল হাসান বাংলাদেশের পক্ষে ৪ টি ও মহম্মদ সইফউদ্দিন ৩ টি উইকেট পায়। টি-টোয়েন্টি ইতিহাসে এটাই ছিল অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর। এর আগে স্কোর ছিল ৭৯ রান, যা ছিল ২০০৫- এ ইংল্যান্ডের বিরুদ্ধে। ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ হন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসান বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ রান ও ১০০ উইকেটের অধিকারী হন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584