কবির হোসেন, স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের জয়ের ধারা অব্যাহত। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪ রানে হারাল নিউজিল্যান্ডকে। শুক্রবার ঢাকা মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেটে ১৪১ তোলে।
অনেকদিন পর বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান ভালো শুরু করেছিল। প্রথম উইকেট জুটিতে ৫৯ রান করে। লিটন দাস ৩৩ করে। মোহাম্মদ নাঈম ৩১ ও মাহমুদুল্লাহ মূল্যবান ৩২ বলে ৩৭ রান করেন। সাকিব উল হাসান, মুশফিকুর রহিম ও আফিফ এদিন রান করতে ব্যর্থ হন। নিউজিল্যান্ডের হয়ে রচিন রবীন্দ্র চার ওভারে ২২ রান দিয়ে মূল্যবান তিনটি উইকেট পান।
What a thriller 🔥
Bangladesh hold their nerve to restrict New Zealand to 137/5 and secure a close four-run win in the second T20I.
They go 2-0 up in the series.#BANvNZ | https://t.co/gGI44aESQP pic.twitter.com/UytHisyjc5
— ICC (@ICC) September 3, 2021
আরও পড়ুনঃ একই প্যারালিম্পিক্সে দুটি পদক জিতে ইতিহাস গড়লেন ভারতীয় শ্যুটার অবনী লেখারা
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথমেই ধাক্কা খায়। অধিনায়ক টম ল্যাথাম (৬৫)ও উইল ইয়ং(২২) অনবদ্য ইনিংস নিউজিল্যান্ডকে জয় এনে দিতে ব্যর্থ হয়। বাকি ব্যাটসম্যানরা রান এনে দিতে ব্যর্থ হন। বাংলাদেশের মেহেদী হাসান ও সাকিবুল হাসান ২টি করে উইকেট পান। ম্যাচের সেরা হন অধিনায়ক মাহমুদুল্লাহ। বাংলাদেশ ঘরের মাঠে শেষ এগারোটি ম্যাচের মধ্যে দশটি টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584