চতুর্থ টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

0
84

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ছয় উইকেটে হারিয়ে দিলো নিউজিল্যান্ডকে। পাঁচ ম্যাচে সিরিজে বাংলাদেশ ৩-১ এগিয়ে। বুধবার ঢাকা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ৯৩রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। তার মধ্যে চারজন শূন্য রান করে।

bangladesh beat new zealand

নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম ২১ ও উইল ইয়ং ৪৬ রানে ভর করে ৯৩ রান করে নিউজিল্যান্ড। শেরে বাংলার স্পিন-সহায়ক পিচে বাংলাদেশ স্পিনার নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ কিউইরা। দুজনেই চারটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ নাঈম ২৯ রান ও মাহমুদুল্লাহ ৪৩ রানের ইনিংস খেলেন। জয়ের জন্য প্রয়োজনীয় ৯৪ রান করে মাত্র ৪ উইকেট হারিয়ে। পরপর সাকিবুল হাসান ও মুশফিকুর রহিমকে হারিয়ে বাংলাদেশ চাপে পড়ে গেলেও অধিনায়ক মাহমুদুল্লাহ ৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল দুটি উইকেট নেন। ম্যাচের সেরা নাসুম আহমেদ শেষ ম্যাচ আগামী শুক্রবার ঢাকা মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ ৫০ বছর পর ওভালে জয়! টেস্ট সিরিজে ২-১ এ এগোল ভারত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here