বাংলাদেশ বইমেলার শুভ সমাপ্তি

0
209

নিজস্ব প্রতিবেদক, কোলকাতা

কলকাতায় গতকাল শেষ হলো বাংলাদেশ বইমেলা। কলকাতার ঐতিহ্যবাহী মোহরকুঞ্জ প্রাঙ্গণে বাংলাদেশে প্রকাশিত বিভিন্ন বই নিয়ে আয়োজিত এই বইমেলা এবার সাত বছরে পা দিল।ন দিন ধরে চলা এই বইমেলা শুরু হয় ১৫ নভেম্বর।

এই বইমেলার আয়োজক ছিল কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। বইমেলায় এবার প্রতিদিন ছিল আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

ছবি-সংগৃহিত

মেলার শেষ দিনে বৃহস্পতিবার প্রচুর ভিড় জমে যায় বইমেলায়। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ঢাকার বাংলা একডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান, বাংলাদেশের জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।

বইমেলার বিভিন্ন স্টলে ঘুরে জানা গেছে,বেশি বিক্রি হওয়া বইয়ের তালিকায় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘কারাগারের রোজনামচা’, আগামী প্রকাশন থেকে বের হওয়া হ‌ুমায়ুন আজাদের লেখা বই ‘দ্বিতীয় লিঙ্গ’, পাঠক সমাবেশ থেকে প্রকাশিত অধ্যাপক আনিসুজ্জামান রচিত ‘বিপুলা পৃথিবী’, জাতীয় সাহিত্য প্রকাশ থেকে বের হওয়া যতীন সরকারের লেখা ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু-দর্শন’, অবসর প্রকাশনা থেকে প্রকাশিত গোলাম মুরশিদের লেখা ‘হাজার বছরের বাঙালি সংস্কৃতি’, অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হ‌ুমায়ূন আহমেদের ‘জ্যোৎস্না ও জননীর গল্প’সহ আরও নানা বই।

এবার এই বইমেলায় বাংলাদেশের মোট ৫১টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here