১৪ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়াল বাংলাদেশ

0
107

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

ভারতে করোনা পরিস্থিতির ওপর বিচার করে বাড়ানো হল সীমান্ত বন্ধের মেয়াদ। আগের ঘোষণা অনুযায়ী আগামীকালই সীমান্ত বন্ধের মেয়াদ শেষ হওয়ার কথা। তারমধ্যেই বিদেশ সচিব মাসুদ বিন মোমেন জানান, বাংলাদেশে ইতিমধ্যেই প্রায় ২০ জনের দেহে মিলেছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট।

border | newsfront.co
সৌজন্যেঃ টেলিগ্রাফ

ভারতের করোনা পরিস্থিতি ও ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত বাংলাদেশ সরকার। তাই কোভিড মোকাবিলায় আরও ১৪ দিনের জন্য ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধি করা হল। নতুন ঘোষণা অনুযায়ী ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ থাকবে আগামী ১৪ জুন পর্যন্ত।

আরও পড়ুনঃ জামিনের মেয়াদ শেষ, জেলে ফিরলেন সিএএ বিরোধী আন্দোলন কর্মী নাতাশা নারওয়াল

যেহেতু রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে সংক্রমনের হার বেশি, তাই আপাতত বাংলাদেশিদের সোনামুখী বন্দর দিয়ে দেশে ফেরা বন্ধ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের করোনা পরিস্থিতি সবথেকে উদ্বেগজনক বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ অনাথ শিশুদের দায়িত্ব নেওয়ার কথা আসলে মোদির ‘মাস্টারস্ট্রোক’, কটাক্ষ পিকের

তবে ভারতে আটকা পড়া যেসব বাংলাদেশিদের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চেয়ে কম, তারা ১৪ দিনের কোয়ারেন্টাইনের শর্তে নিজ দেশে ফিরতে পারবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here