নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
‘বাংলাদেশের গরিব মানুষেরা খেতে পাচ্ছে না, তাই ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করছে,’ সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন ভারতের অন্তত ৫০ শতাংশ মানুষের শৌচালয় ব্যবহারের সুযোগ নেই। অমিত শাহ বাংলাদেশের ব্যাপারে কিছুই জানেন না। বাংলাদেশে এখন আর কেউ অনাহারে মারা যান না। বরং ভারতের চেয়ে বিভিন্ন সূচকে বাংলাদেশ এগিয়ে। শৌচালয় ব্যবহারের সুযোগ বাংলাদেশের ১০০ শতাংশ মানুষের রয়েছে।
আরও পড়ুনঃ মুম্বাইয়ের লোকমান্য তিলক টার্মিনাস স্টেশনে দলে দলে পরিযায়ী শ্রমিকদের ভিড়
বাংলাদেশের ১০০% কর্মসংস্থান না হলেও, অমিত শাহের দেশের লক্ষাধিক মানুষ বাংলাদেশে চাকরি করেন। তিনি আরো বলেছেন ,”আশা করবো অমিত শাহ ভবিষ্যতে বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করার আগে বিষয়গুলি সম্পর্কে ভালোভাবে জেনে নিয়ে মন্তব্য করবেন।”
গত মঙ্গলবার একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে অমিত শাহ বলেন, “‘বাংলাদেশের গরিব মানুষেরা খেতে পাচ্ছে না, তাই ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করছে।” স্বাভাবিক ভাবেই তাতে বেজায় অসন্তুষ্ট বাংলাদেশের বিদেশমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584