নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ দেখে বাংলাদেশে দাবি উঠছিল ভারতীয় স্ট্রেনের ছড়িয়ে পড়া আটকাতে বন্ধ করা হোক ভারতে থাকা বাংলাদেশ সীমান্ত। একাধিক বার এই দাবি তুলেছেন বিশেষজ্ঞরাও।অবশেষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ ঘোষণা করলেন আগামী ২৬ এপ্রিল থেকে ১৪ দিন বন্ধ থাকবে সীমান্ত।
গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রাক্তন উপাচার্য ও জাতীয় পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন যে, তাঁরা বেশ কিছুদিন আগেই সরকারের কাছে ভারতের সঙ্গে থাকা বাংলাদেশের সীমান্ত বন্ধ করার আবেদন জানিয়েছিলেন। এখনো তাঁরা সেই দাবি জানাচ্ছেন।
আরও পড়ুনঃ শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে, ব্যবহার করতে দেওয়া হয়নি শৌচালয়
সীমান্ত বন্ধ রাখার মত দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে সামান্য একটা ভুল বড় সংকট ডেকে আনতে পারে।তাই ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখা উচিত।বিশেষজ্ঞদের পরামর্শ মেনে অবশেষে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিলো বাংলাদেশ সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584