নিউজডেস্কঃ সোমবার ইফতারের পূর্বমুহূর্তে সন্ধ্যা সাড়ে ছয়টা(বাংলাদেশের সময় অনুযায়ী) নাগাদ বাংলাদেশের মুন্সীগঞ্জে দুষ্কৃতিদের গুলিতে নিহত হলেন মুক্তচিন্তার প্রসারক কবি সাংবাদিক প্রকাশক বামপন্থী রাজনীতির সংগঠক শাহজাহান বাচ্চু(৬০)।সিরাজদিখানা উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি গ্রামের তিন রাস্তার মোড়ে এই ঘটানা হত্যাকান্ড ঘটে।মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(সিরাজদিখান সার্কেল) আসাদুজ্জামান এই হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসাপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় যে,দুটি মোটর বাইকে করে চারজন দুষ্কৃতি ঘটনাস্থলে আসে প্রথমে এলাকা ফাঁকা করে দিয়ে শাজাহান বাচ্চুকে রাস্তায় এনে তার বুকের ডান পাশে একটি গুলি করে।সেই সময় সিরাজদিখান থানার এ এস আই মাসুম ঐ রাস্তা দিয়ে যাচ্ছিলেন মুন্সীগঞ্জ থানার দিকে। মাসুম জানায় যে,ঘটনাস্থলে পৌঁছাবারল পূর্বে একটি বিকট আওয়াজ শুনতে পান সামনে এসে দেখেন একটি লোক পড়ে রয়েছে। দুষ্কৃতিরা মাসুমকেও আক্রমণ করে,যদিও তিনি নিজেকে রক্ষা করেন।
এই হত্যাকান্ডে দুই বাংলায় ক্ষোভে ঘৃণায় ফেটে পড়ে।
বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি(সি পি বি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাঃ শাহ আলম এক বিবৃতিতে জানান যে,”শাহজাহান বাচ্চুর হত্যাকান্ড দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিশীল অবস্থা তুলে ধরেছে,এ ধরনের হত্যাকান্ড কিছুতেই মেনে নেওয়া যায় না।”
পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাহিত্যিক নীহারুল ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ” ভাষা হারিয়ে ফেলেছি।কোথায় চলেছি জানি না।দিন দিন পবিত্র মৃত্যুটাও অপবিত্র হয়ে উঠছে।আতঙ্ক গ্রাস করছে।আমার মৃত্যুটা পবিত্র হবে তো?”
বিশিষ্ট অধ্যাপক মহাফুজ আলম রানা এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন,”গতকালই বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের বিজয়ী হবার খবর শুনে মনে হয়েছিল দেশটা বোধহয় এক পা এগোল।ভুল ভাবছিলাম।দেশটা আবার দুপা পিছিয়ে গেল।”
নিহত শাজাহান বাচ্চু ঢাকার বাংলাবাজারে বিশাকা প্রকাশনীর স্বত্বাধিকারী ও সাপ্তাহিক আমাদের বিক্রমপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584