কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
পাকিস্তানের প্রস্তাব ফিরিয়ে দিল বাংলাদেশ। গত সোমবার ইংল্যান্ড ওয়েলস বোর্ড প্রস্তাবিত পাকিস্তান সফর বাতিল করার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড তড়িঘড়ি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাব পাঠায় পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া অপারেশনের প্রধান জালাল ইউনুস পাকিস্তানের প্রস্তাব ফিরিয়ে দেন। তিনি জানান যে, তড়িঘড়ি সফর করা তাদের পক্ষে সম্ভব নয় তাদের খেলোয়াড়রা বর্তমানে যে যার ছুটিতে রয়েছে।কোনো খেলোয়াড় বায়ো বাবলসে নেই। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলতে যাওয়ার আগে আগামী ৪ই অক্টোবর দলে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে তাদের।
আরও পড়ুনঃ পাকিস্তান সফর বাতিল করল ইংল্যান্ড
উল্লেখ্য, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সফর বাতিল হওয়ার পর পাকিস্তান বোর্ডের আর্থিকভাবে ১৫ থেকে ২৫ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হয়েছে বলে সূত্র মাধ্যমে জানা যায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা ইংল্যান্ড-নিউজিল্যান্ডের সমালোচনা করে বলেন পশ্চিমী ক্রিকেট পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করার জন্য জোট বেঁধেছে। চলতি বছর নভেম্বর মাসে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফর করার কথা আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584