কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জিতলো বাংলাদেশ। বুধবার দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।শুরুটা ভালোই করে প্রথম সাত ওভারে ৪৬ রানের মাথায় কুইন্টন ডি কক আউট হন। এরপর একের পর এক উইকেট হারাতে শুরু করে দক্ষিণ আফ্রিকার দল। বাংলাদেশের তাসকিন আহমেদ একাই দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ধস নামিয়ে দেন। এদিন তাসকিন মাত্র ৩৫ রান দিয়ে পাঁচটি উইকেট নেন। তাকে যোগ্য সহযোগিতা করেন সাকিব উল হাসান, দুটি উইকেট লাভ করেন।
এদিন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলার তাসকিন আহমেদের সামনে অসহায়ভাবে আত্মসর্মপন করেন। জানেমন মালান একমাত্র খেলোয়াড় যে ৩৯ রান করেন এবং যা দলের সর্বোচ্চ স্কোর । কুইন্টন ডি কক ১২, অধিনায়ক বাভুমা ২, ভানডের ডুসেন ৪, ডেভিড মিলার ১৬, প্রিটোরিউস ২০, মহারাজ ২৮ রান করেন। মাত্র ৩৭ ওভারে দক্ষিণ আফ্রিকা সবকটি উইকেট হারিয়ে ১৫৪ রান করে।
Taskin Ahmed not to replace Mark Wood at Lucknow Super Giants for IPL 2022
Bangladesh Cricket Board refuses to give No-Objection Certificate
READ: https://t.co/DUS9Grk1BR#TaskinAhmed #LucknowSuperGiants #Bangladesh #IPL2022 #IPL pic.twitter.com/RfbUnrzh6B
— TOI Sports (@toisports) March 22, 2022
Bangladesh seal historic one-day series triumph over South Africa
More ➡️ https://t.co/GIM52B0CQx#SAvBAN #TaskinAhmed pic.twitter.com/br7HDF3iJk
— CricTelegraph (@CricTelegraph) March 23, 2022
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস দুর্দান্ত ব্যাটিং করেন। তামিম ইকবাল ৮২ বলে ৮৭ রান করেন। লিটন দাস ৪৮ রান করে আউট হয়।বাংলাদেশের প্রথম উইকেট ১২৬ রান তোলে। জয় প্রায় নিশ্চিত। শেষ পর্যন্ত সাকিব উল হাসান (১৮) ও অধিনায়ক তামিম ইকবাল (৮৭) জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বাংলাদেশ নয় উইকেটে জয় লাভ করে। বাংলাদেশ২-১ সিরিজ জয়লাভ করেন। ম্যান অব দ্যা ম্যাচ তাসকিন আহমেদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584