করোনাকালে বাংলাদেশে খুলছে স্কুল, চলছে বিশেষ প্রস্তুতি

0
55

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক:

করোনা দীর্ঘ দেড় বছর পর বাংলাদেশে খুলছে স্কুলের দরজা। আগামী ১২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে খুলে যাচ্ছে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের সব স্কুল। গত শুক্রবার এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। অর্থাৎ বাংলাদেশে আর মাত্র এক সপ্তাহ পরেই খুলে যাচ্ছে সব স্কুল। তার আগেই শুরু হয়ে গেল প্রস্তুতি। স্কুলগুলো খুলে গেলেও মানতে হবে সবরকম কোভিড বিধি ।

School to reopen
সৌজন্যেঃ এনডিটিভিhool

আর তা নিয়েই চিন্তায় বাংলাদেশের শিক্ষকমহল। যদি সপ্তাহের ৫ কিংবা ৬ দিনই ক্লাস হয়, তাহলে কোভিড বিধি মেনে ক্লাস করানো সম্ভব নাও হতে পারে বলে মনে করছেন শিক্ষকদের একাংশ। ময়মনসিংহের বিভিন্ন প্রতিষ্ঠান তাই সপ্তাহখানেক আগে থেকেই শুরু করল প্রস্তুতি।

করোনাভাইরাসের জেরে বাংলাদেশে গত বছরের মার্চ থেকে সমস্ত স্কুল-কলেজ বন্ধ আছে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় একাধিকবার বাড়ানো হয়েছে ছুটির মেয়াদ। অবশেষে গত বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সমস্ত স্কুল খোলার নির্দেশ দেন। এরপরই শুরু হয়ে যায় প্রস্তুতি। করোনাকালে যাতে স্কুলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং জীবণামুক্ত হতে পারে, সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

আরও পড়ুনঃ কোভিড টিকা বিক্রির অভিযোগে ব্লক স্বাস্থ্য আধিকারিককে সাসপেন্ড

শিক্ষকরা জানিয়েছেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, মাঠ, শৌচালয়-সহ বিভিন্ন জায়গা অপরিষ্কার হয়ে পড়েছে। সেসব পরিষ্কার করা, স্যানিটাইজ করা দীর্ঘ পদ্ধতি। শুক্রবার প্রশাসন বিদ্যালয়গুলি ১২ সেপ্টেম্বর খোলার কথা ঘোষণা করার পর শনিবার থেকেই তাঁরা প্রস্তুতি শুরু করেছেন।

আরও পড়ুনঃ ১৩০তম ডুরান্ড কাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

বাংলাদেশে দীর্ঘদিন পর স্কুল খোলায় খুশি পড়ুয়ারাও। তবে বদলাতে পারে কিছু নিয়ম। করোনা পরিস্থিতির জেরে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়া হবে। যেমন, করোনাপূর্বে একটি বেঞ্চে চারজন করে পড়ুয়া বসেছে। কিন্তু এবার কোভিড পরিস্থিতিতে এক বেঞ্চে কতজনকে বসানো হবে, সে ব্যাপারে এখনও কোনও নির্দেশিকা জারি হয়নি। তবে শ্রেণিকক্ষে পড়ুয়াদের আসন বিন্যাসের কথা ভাবছেন স্কুল কর্তৃপক্ষরা। করোনা কালে বিশেষ প্রস্তুতি হিসেবে বিদ্যালয়ের প্রতিটি তলায় বেসিন বসানো হয়েছে। সেসব বেসিনে পর্যাপ্ত সাবান ও স্যানিটাইজার রাখা হবে। এছাড়া প্রতিদিন স্কুলে প্রবেশের সময় থার্মাল স্ক্যানার দিয়ে পড়ুয়াদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন স্কুল কর্তপক্ষরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here