বাংলাদেশকে করোনার ভ্যাকসিন প্রাপ্তিতে অগ্রাধিকারের প্রতিশ্রুতি ভারতীয় পররাষ্ট্র সচিবের

0
59

মুনিরুল তারেক, বাংলাদেশঃ

দু’দিনের বাংলাদেশ সফর শেষ করে আজ ১৯ আগস্ট বিকেলে ঢাকা ত্যাগ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। এর আগে দুপুরে রাজধানী ঢাকার হোটেল সোনারগাঁওয়ে হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

Meeting | newsfront.co
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের পররাষ্ট্র হর্ষ বর্ধন শ্রিংলা। সংবাদ চিত্র

এসময় শ্রিংলা বলেছেন, ‘ভারত করোনার ভ্যাকসিন তৈরি করছে যা শুধুমাত্র তাদের জন্য নয়, বরং অন্যদের জন্যও। সেক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে’। বৈঠকে ভারতীয় পররাষ্ট্র সচিব দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘প্রতিবেশী প্রথম’ নীতির কথা তুলে ধরেন।

শ্রিংলা আরো বলেন, ‘মহামারির কারণে দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাধাগ্রস্ত হয়েছে। এখন সেই যোগাযোগ আবারো স্বাভাবিক করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারত জাতিসংঘের অস্থায়ী সদস্য হিসেবে রোহিঙ্গা সংকট ইস্যুতে কাজ করবে। এ সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে আছে ভারত।’

আরও পড়ুনঃ আরও তিন বিমান বন্দর লিজ দেওয়া হল আদানিকে

আর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পুনরায় চালুর জন্য অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বিশেষ করে রোগীরা যেন ভারতে চিকিৎসা নিতে পারেন সেই অনুরোধ জানান তিনি। ভারতের পক্ষ থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর চালুর জন্যও অনুরোধ জানানো হয়।

আরও পড়ুনঃ প্রয়াত বাংলাদেশের প্রথম মহিলা ফটোগ্রাফার সাইদা খানম

ভারতে আটকে পড়া তাবলিগ জামাত সদস্যদের দ্রত দেশে ফেরানো এবং আসামের ধুবড়িতে আটক বাংলাদেশের ২৫ জেলেকে ফেরত দেয়ার অনুরোধ জানালে হর্ষ বর্ধন শ্রিংলা এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন। বৈঠকে করোনার মধ্যেও ভারত থেকে চট্টগ্রাম ও মোংলা বন্দর হয়ে পণ্য ট্রান্সশিপমেন্টের জন্য উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে।

এদিকে, করোনা মহামারি অবস্থার মাঝে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণত দেশি-বিদেশি কূটনীতিকদের সাক্ষাৎ দেননি। তবে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আকস্মিক সফরে ঢাকা আসলে ১৮ আগস্ট রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন শ্রিংলা।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে ১৮ আগস্ট ঢাকায় আসেন ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ভারতের পররাষ্ট্র সচিব পদে আসীনের পর ঢাকায় এটি তার দ্বিতীয় সফর। চলতি বছর ২ মার্চ দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here