নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
পশ্চিমবঙ্গে ইলিশ রফতানিতে সাময়িক ভাবে নিষেধাজ্ঞা তুলল বাংলাদেশ সরকার। খুব শিগগিরই সীমান্ত পেরিয়ে এ রাজ্যে ঢুকছে ১৪৫০ টন বাংলাদেশের ইলিশ। ২০১১’ র জুলাইয়ের পর থেকে এই পরিমাণ ইলিশ আর বাংলাদেশ থেকে রফতানি হয়নি এতদিন।
বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এই বছর আবার সাময়িক ভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাঙালি রসনা পরিতৃপ্তির সুযোগ করে দিলো শেখ হাসিনার সরকার। ১২ অক্টোবরের পর থেকে আবার বহাল হবে ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা।
এই বছর পশ্চিমবঙ্গের বাজারে ইলিশের দেখা প্রায় নেই বললেই চলে। যদিও আশা করা গিয়েছিল লকডাউনের ফলে ‘খোকা ইলিশ’ ধরার সুযোগ না থাকায় বড় ইলিশ মিলবে বেশি, কিন্তু ঘটনা চক্রে রাজ্যে এবার ইলিশ জালে উঠেছেই খুব কম। ঠিক এর উল্টো ছবি বাংলাদেশে।
আরও পড়ুনঃ এক পক্ষকাল ধরে রাজ্য জুড়ে চলবে কৃমি নিবারণ কর্মসূচি
সেখানে এই বছর ঝাঁকে ঝাঁকে ইলিশ জালে ধরা পড়ায় দাম কমেছে অনেকটাই। সেই কারণেই পশ্চিমবঙ্গে ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে শেখ হাসিনা সরকারের কাছে আবেদন করেছিলেন বাংলাদেশের মত্স্য ব্যবসায়ীরা। সেই আবেদনে সাড়া দিয়ে নিষেধাজ্ঞা সাময়িক ভাবে প্রত্যাহার করে নিল বাংলাদেশ সরকার।
আরও পড়ুনঃ ১২৪ বছর পর বিরলতম প্রজাতির অর্কিডের দেখা মিলল হিমালয়ে
গত বছরও পশ্চিমবঙ্গে ইলিশ রফতানিতে সামান্য ছাড় দিয়েছিল ঢাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দিতে গত বছর এ দেশে আসার আগে ৫০০ টন ইলিশ পাঠানো হয়েছিল। এই বিষয়টিকে ‘ইলিশ-কূটনীতি’ আখ্যা দিয়েছিলেন বিশেষজ্ঞরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584