কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
প্রথম টি২০ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় লাভ বাংলাদেশের। মঙ্গলবার ঢাকায় সফরকারী অস্ট্রেলিয়াকে ২৩ রানে পরাজিত করে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ করে বাংলাদেশ। যার মধ্যে নাঈম ৩০, সাকিব ৩৬ ও আফিফা ১৭ বলে ২৩ রান করেন।
অস্ট্রেলিয়ার স্ট্রাক ২ ও হেজেলবোড ৩ টি উইকেট পান । অস্ট্রেলিয়া জয়ের লক্ষ্যে ১৩২ তাড়া করতে নেমে বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে মাত্র ১০৮ রানে ধরাশায়ী হয়ে যায়। দলের সর্বোচ্চ রান করেন মিচেল মার্শ, ৪৫ বলে ৪৫ রান। যার মধ্যে ৪ টি চার ও একটি বিশাল ছক্কা মারেন। বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদ ৪ ওভারে ১৯ রান দিয়ে মূল্যবান ৪ উইকেট তুলে নেন। আজকের ম্যাচে ম্যান অফ দা ম্যাচও হন তিনি।
আরও পড়ুনঃ টোকিও অলিম্পিক্স থেকে দুটি পদক এল ভারতে, ইতিহাস গড়লেন সিন্ধু
অস্ট্রেলিয়া শেষ ৬ টি ম্যাচের মধ্যে ৫ টিতে পরাজিত হয়েছে শুধুমাত্র স্পিন বোলিংয়ের সামনে পড়ে। তবে এই পর্যন্ত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ৫টা টি-২০ ম্যাচে প্রথম বার জয় টাইগারদের, যা আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পরবর্তী খেলা বুধবার সন্ধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584