স্পোর্টস ডেস্ক, নিউজফ্রন্টঃ
অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মত যুব বিশ্বকাপ তুলে নিল বাংলাদেশ।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে ভারত যখন বিশাল রানের দিকে এগোচ্ছিল, তখনই ছন্দপতন হয়। একসময় ভারতের স্কোর ১ উইকেটে ১০৩ ছিল। সেখান থেকে ভারতের ইনিংস ৪৭.৩ ওভারে ১৭৭ রানে গুটিয়ে যায়। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন যশস্বী জাসওয়াল ৮৮। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট দখল করে অভিষেক দাস (৩)।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে বাংলাদেশ। প্রথম উইকেটের জুটিতে ৫০ রান তুলে নেয়। ভারতের হয়ে বাংলাদেশের ইনিংসে হঠাৎ করে ধস নামান রবি বিষ্ণোই (৩০/৪)। ১৪৩ রানে যখন ৭ উইকেট পড়ে যায় তখন ভারত আশার আলো দেখতে থাকে। কিন্তু আকবর আলী (৪৩) রাকিবুল হাসান(৯) ঠান্ডা মাথায় ম্যাচ বের করে নিয়ে যান। যখন বাংলাদেশ জয় থেকে মাত্র ১৭ রান দূরে ছিল তখন হঠাৎ করে বৃষ্টি নামে। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস নিয়মে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ১৭০।৪২.১ ওভারে বাংলাদেশ সেই রান তুলে ফেলে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তোলেন পারভেজ হোসেন ইমন (৪৭)।
Incredible scenes as Bangladesh celebrate their first ever U19 World Cup title!!#U19CWC | #INDvBAN | #FutureStars pic.twitter.com/OI2PXU7Eqw
— Cricket World Cup (@cricketworldcup) February 9, 2020
প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের ক্যাপ্টেন তথা উইকেট কিপার আকবর আলি। প্লেয়ার অফ দ্যা সিরিজ নির্বাচিত হন ভারতের যশস্বী জাসওয়াল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584