নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণাঃ
পেট্রোপোল সীমান্তে ১১ লক্ষ ২৬ হাজার টাকার বেআইনি বাংলাদেশি ইলিশ উদ্ধার করল বিএসএফ। আজ, বৃহস্পতিবার একটি ট্রাকে করে ওই ইলিশ মাছ বাংলাদেশ থেকে ভারতে আনা হয়। জানা গিয়েছে, প্রথমে রহস্যজনক ওই ট্রাকটিকে দেখে সন্দেহ হয় জওয়ানদের।
এরপর জওয়ানরা ট্রাকটির তল্লাশি শুরু করলে চালকের কেবিন থেকে ৯টি সাদা ব্যাগে ভরা ইলিশ মাছ উদ্ধার হয়। কাস্টমসের অনুমতি ছাড়াই সেগুলিকে বাংলাদেশ থেকে এদেশে আনা হচ্ছিল। এরপরই চালক সহ গাড়িটিকে আটক করে বিএসএফ।
ধৃত ওই ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে একজন ভারতীয় নাগরিক। নাম বিপ্লব শীল। বয়স ৩৫। বাড়ি বনগাঁয়। গত ৪ জুলাই যে রপ্তানির সামগ্রী নিয়ে বাংলাদেশে গিয়েছিল।
আরও পড়ুনঃ নিম্নচাপের কারণে উত্তাল দিঘার সমুদ্র,সতর্ক বার্তা জেলা প্রশাসনের
ধৃত বিপ্লবকে জেরা করা হলে সে জানায়, আজ, বৃহস্পতিবার দেশে ফেরার সময় মিরাজ চৌধুরী নামে বাংলাদেশি এক ব্যক্তি তাকে ইলিশ মাছগুলি নিয়ে যাওয়ার কথা বলে। জানায়, তার কাছ থেকে এগুলি ভারতে খোকন নামে এক ব্যক্তি সংগ্রহ করে নেবে। এর জন্য তাকে ৫ হাজার টাকাও দেবে। খোকন আবার এই মাছগুলি পঙ্কজ নামের এক ব্যক্তিকে দিয়ে দেবে বলেও জানায় ধৃত বিপ্লব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584