মনিরুল হক,কোচবিহারঃ
পুলিশ কর্মীদের মারধোর করে পালিয়ে গেল দুই বাংলাদেশি আসামি।বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ঘুঘুমারি এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গিয়েছে, পলাতকদের একজনের নাম মহম্মদ মিজানুর শেখ, আর একজন সারিদ শেখ। দু’জনেই বাংলাদেশের নাগরিক। দিন পনেরো আগে কোচবিহারের দিনহাটায় সীমান্তে অনুপ্রবেশের সময় তাদের আটক করে বিএসএফ। সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের কুর্শাহাট সীমান্ত থেকে পাচারকারী সন্দেহে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। দিনহাটা আদালতের বিচারক তাদেরকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এদিন তাঁদের দিনহাটা আদালত থেকে কোচবিহার সংশোধনাগারে নিয়ে আসার সময় ঘুঘুমারি এলাকায় পুলিশ কর্মীদের মেরে পালিয়ে যায় ওই দুই বাংলাদেশী।

পলাতক ওই দুই বাংলাদেশির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।পুলিশের অনুমান,সারিদ শেখ ও মিজানুর শেখ দুই আসামির তোর্সা নদী পেরিয়ে বাংলাদেশ সীমান্তের দিকেই চলে গিয়েছে।বুধবার রাতভর পলাতক দুই বন্দির সন্ধান চালিয়েছে পুলিশ কিন্তু এখনও পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।সারিদ শেখ ও মিজানুর শেখ দুই যেহেতু বাংলাদেশের নাগরিক, তাই ঘটনাটি জানানো হয়েছে বিএসএফকে।পুলিশের আশঙ্কা,তারা যেহেতু বাংলাদেশি তাই তারা সীমান্ত টপকে পালিয়ে যেতে পারে।সূত্রের খবর, দুই আসামির হাতে হাতকড়া পড়ানো ছিল। ওই অবস্থায় কীভাবে তারা পুলিশ কর্মীদের মেরে পালিয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুনঃ কালনা ধর্ষণ মামলায় দোষীর সাত বছরের জেল হেফাজত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584