ত্রুটিপূর্ণ সুরক্ষা ব্যবস্থা! খোয়া গেল ‘রেলযাত্রী’ অ্যাপস ব্যবহারকারীর গোপন তথ্য

0
51

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

রেলমন্ত্রকের ‘রেলযাত্রী’ অ্যাপ্লিকেশনের তথ্য অসুরক্ষিত থাকায়, যাঁরা এই অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন তার মধ্যে সাত লক্ষের বেশি ব্যবহারকারীর ব্যাঙ্ক এর ডিটেলস ফাঁস। রেলযাত্রী অ্যাপ্লিকেশন এর ত্রুটিপূর্ণ সুরক্ষাব্যবস্থার কারণে সাত লক্ষের বেশি ব্যবহারকারীর ব্যাংক এর তথ্য বিপদের মুখে।

RailYatri | newsfront.co
সংবাদ চিত্র

পুরো নাম, ফোন নম্বর, ঠিকানা, ইমেল আইডি, যাত্রার পূর্ণ বিবরণ, ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য, ইউসার নেম, পাসওয়ার্ড, ইউপিআই আইডি সহ যাবতীয় ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে অ্যাপ্লিকেশন এর মাধ্যমে। সাইবার সিকিউরিটি র কয়েকজন গবেষকের প্রথম নজরে আসে এই ঘটনা।

আরও পড়ুনঃ পুলওয়ামা হত্যাকান্ডে চার্জশিট দাখিল করল এনআইএ

তাঁরা জানাচ্ছেন রেলের এই সার্ভার কোন এনক্রিপশন বা পাসওয়ার্ড ছাড়াই ফেলে রাখা হয়। প্রশ্ন উঠছে যেখানে মানুষের এত ব্যক্তিগত তথ্য দেওয়া হয় সেই সার্ভার এমন অসুরক্ষিত থাকবে কেন যা থেকে বিস্তৃত ডেটাবেস পাওয়া সম্ভব?

আরও পড়ুনঃ একশ দিনের কাজে কমল মহিলাদের অংশীদারিত্ব

সাইবার ডিটেক্টিভস নামে সাইবার সুরক্ষা নিয়ে গবেষণা করা ওই সংস্থা তাদের ব্লগেও এই বিষয়ে লিখে জানিয়েছে। সাইবার ডিটেক্টিভস তাদের ব্লগে লিখে জানিয়েছে, প্রধানত ভারতীয়দের তথ্যই এই অসুরক্ষিত অবস্থার শিকার হয়েছে, তাদের ধারণা অনুযায়ী কমপক্ষে ৪৩ জিবি ডেটা এইভাবে অসুরক্ষিত ছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here