নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
এবছর ছুটি দিয়েই শুরু হয়েছে অগাস্ট মাস। পয়লা অগাস্ট ছিল ইদ-উজ –জোহা। এরপর অগাস্ট মাসে আরও ১৬ দিন ছুটির কারণে বন্ধ থাকছে ব্যাঙ্ক পরিষেবা। মোট ৩১ দিনের মধ্যে মাসের ১৭ দিনই ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকছে চলতি মাসে।
শনিবার ইদের ছুটিতে দেশজুড়ে বন্ধ ছিল ব্যাঙ্ক পরিষেবা। রবিবার ছুটির দিন বলে ব্যাঙ্ক বন্ধ। আগামিকাল, সোমবার রাখী বন্ধন উৎসব উপলক্ষে ফের বন্ধ থাকছে ব্যাঙ্ক পরিষেবা। ৮ অগাস্ট মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৯ অগাস্টও রবিবার বলে বন্ধ ব্যাঙ্ক। আবার ১১ ও ১২ অগাস্ট দেশজুড়ে পালিত হবে জন্মাষ্টমী উৎসব। তাই ওইদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।
আরও পড়ুনঃ বন্ধ থাকবে নবান্ন
অর্থাৎ আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকছে। আবার প্যাট্রিয়ট ডে উপলক্ষে ১৩ অগাস্ট মণিপুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর পর ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস। তাই দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৬ অগাস্ট রবিবার হওয়ার কারণে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।
আরও পড়ুনঃ কেন্দ্রের বঞ্চনা নিয়ে ‘সোজা বাংলায় বলছি’-তে ফের ভার্চুয়াল ঝড় ডেরেক ও’ব্রায়েনের
এরপর ২১ ও ২২ অগাস্ট একাধিক রাজ্যে আঞ্চলিক উৎসবের জন্য ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। ২৯ অগাস্ট মাসের চতুর্থ শনিবার হিসেবে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা। পরের দিন রবিবার ৩০ অগাস্টও দেশের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। সবমিলিয়ে চলতি মাসে মোট ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584