ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে ১৬ ডিসেম্বর ও ১৭ ডিসেম্বর দেশজুড়ে দুদিন ব্যাঙ্ক ধর্মঘটের হুঁশিয়ারি দিল নয়টি ব্যাঙ্ক সংগঠনের সম্মিলিত মঞ্চ দা ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস।
কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন কেন্দ্র বিলগ্নিকরণের যে পরিকল্পনা নিয়েছে, তার অঙ্গ হিসেবেই দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ করা হবে। গত চার বছরে ১৪ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণ করেছে কেন্দ্র। এছাড়াও সংসদের শীতকালীন অধিবেশনেই ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল, ২০২১ পেশ করার কথা রয়েছে কেন্দ্রের। এই সব কিছুর প্রতিবাদেই দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট পরিকল্পনার কথা জানানো হয়েছে সংগঠনের তরফে।
দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের কথা বললেও, কোন কোন ব্যাঙ্ক বেসরকারিকরণ করা হবে, সেই নিয়ে এখনও পর্যন্ত কিছু বলেনি কেন্দ্র। সূত্রের খবর, ১৯৭০ এবং ১৯৮০ সালের ব্যাঙ্ক জাতীয়করণ আইন এবং ১৯৪৯ সালের ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইনে সংশোধন করার পরিকল্পনা করছে কেন্দ্র।
আরও পড়ুনঃ শারজিল ইমামের জামিন আবেদনের মামলায় দিল্লি পুলিশকে নোটিশ পাঠালো হাইকোর্ট
অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ় অ্যাসোসিয়েশেনের সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটাচালম এদিন বলেন যে, বিগত ২৫ বছর ধরে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস ব্যাঙ্কিং নীতিতে সংস্কারের বিরোধিতা করছে। এই সংস্কার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে আরও দুর্বল করে দেবে। তাই সংগঠনও এই কেন্দ্রীয় নীতির তীব্র বিরোধিতা করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584