নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সংক্রমণের বাড় বাড়ন্ত ঠেকাতে এবার সপ্তাহে দুই দিন করে লকডাউনের পাশাপাশি সপ্তাহে পাঁচদিন করে ব্যাঙ্ক চালু রাখার সিদ্ধান্ত ঘোষণা করল নবান্ন। প্রতি শনিবার এবং রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। সপ্তাহে পাঁচদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাস্টমার সার্ভিস নেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে বলে সংবাদ সূত্রে জানা গেছে।
প্রতীকী চিত্রকরোনা আবহের মধ্যে প্রতি শনিবার এবং রবিবার ব্যাঙ্ক বন্ধ রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্জি জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ পর্যায়ে বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয়, বাংলার সরকারি এবং বেসরকারি সমস্ত ব্যাঙ্ক এবার থেকে শনি ও রবিবার বন্ধ থাকবে। সপ্তাহে মোট পাঁচদিন ব্যাঙ্কের কাজ হবে। এর আগে মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহের শনিবার ছুটি পেতেন কর্মীরা।
তবে এবার প্রতি সপ্তাহেই পাঁচদিন করে কাজ হবে। লকডাউনেও বদলায়নি ব্যাঙ্ক পরিষেবার নিয়ম। এতদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্তই পরিষেবা দিতেন কর্মীরা। কিন্তু এবার সংক্রমণের উর্ধ্বমুখী গ্রাফ দেখে কড়া হচ্ছে প্রশাসন। কমিয়ে দেওয়া হল গ্রাহক পরিষেবার সময়। এখন থেকে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত পরিষেবা পাবেন গ্রাহকরা। সমস্ত কাজ সেরে যাতে ব্যাঙ্ক কর্মীরা আরও তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেন, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। তাছাড়া যত সংখ্যক কম মানুষ বাড়ির বাইরে থাকবেন, সংক্রমণের সম্ভাবনাও ততই কমবে।
এদিন এই উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, করোনা সংক্রমণের মাত্রা অত্যাধিক বেড়ে যাওয়ায় সপ্তাহে দুদিন করে সম্পূর্ণ লকডাউন হবে রাজ্যে। গত ২৩ মার্চ থেকে যে পদ্ধতিতে লকডাউন হয়েছিল, সেই একই পদ্ধতিতে অফিস-কাছারি, দোকান পাট সবই বন্ধ থাকবে এই দুদিন।
আরও পড়ুনঃ সংক্রমণ ঠেকাতে সপ্তাহে দু’দিন করে রাজ্যে সম্পূর্ণ লকডাউন
চলতি সপ্তাহে রাজ্যজুড়ে লকডাউন হবে বৃহস্পতিবার ও শনিবার। এরপর থেকে প্রতি সোমবার রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সেই সপ্তাহে কবে লকডাউন হবে তা আগাম জানিয়ে দেওয়া হবে। সংক্রমণ রুখতেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র সচিব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584