পুজালীতে নিরাপত্তার অভাবে বন্ধ ব্যাঙ্কিং পরিষেবা

0
56

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

bank closed | newsfront.co
নিজস্ব চিত্র

উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে ব্যাঙ্ক ম্যানেজার বুদ্ধ তীর্থ ভট্টাচার্য্য ১৫ লক্ষ টাকা ঋণ দিতে অস্বীকার করায় চলতি মাসের ২০ তারিখ বুধবার প্রাক্তন তৃণমূল যুব সভাপতি তথা পুজালী পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বর্তমান বুথ সভাপতি মাফুজুর রহমান নামে এক ব্যক্তি এবং তার দলবল মিলে ব্যাঙ্কে বার বার তাণ্ডব চালানোয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ ২১/০১/২০২১ থেকে অনির্দিষ্টকালের জন্য এক‌টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রাজীবপুরের শাখাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

notice | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় পুজালী থানায় এই বিষয়ে ব্যাঙ্কের ম্যানেজার একটি লিখিত অভিযোগ করার পাশাপাশি সেই তাণ্ডব চালানোর সময়ের সিসিটিভি ফুটেজও দিয়েছেন। সিসিটিভি তে তাণ্ডবকারীদের চিহ্নিত করা গেলেও পুজালী থানা ‘কনটেন্ট নট ভেরিফাইড’ বলে অভিযোগপত্রটি গ্রহণ করায় ম্যানেজার নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন।

consumer | newsfront.co
বুদ্ধ তীর্থ ভট্টাচার্য্য। নিজস্ব চিত্র
cctv footage | newsfront.co
সিসিটিভি ফুটেজের স্ক্রিনশট

আরও পড়ুনঃ ফালাকাটার বিবেকানন্দ পাঠাগার খোলার দাবি স্থানীয়দের

তাই ম্যানেজার আজ বজবজ ইন্ডাস্ট্রিয়ালের ডিএসপি মিথুন দের সঙ্গে দেখা করলে তিনি সমস্ত প্রকার নিরাপত্তার আশ্বাস এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন। আর তারপর আজ থেকে পুনরায় ব্যাঙ্কের ওই শাখাটি খোলা হয়। সমগ্র ঘটনায় অভিযুক্ত মাফুজুর রহমানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই যুবনেতার এই ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here