নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
বাঁকুড়া বেঙ্গল কনকাস্ট নামে স্পঞ্জ আয়রণ কারখানার আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, গত ফেব্রুয়ারী মাস থেকে তারা কোন বেতন পাননি। স্থানীয়দের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, উত্তর প্রদেশের প্রায় পাঁচশো শ্রমিক এখানে কর্মরত আছেন।
এক দিকে দীর্ঘদিন বেতন না পাওয়া, অন্যদিকে ‘করোনা’ সতর্কতায় ‘লকডাউন’। এই দুইয়ের জাঁতাকলে পড়ে দূর্বিষহ অবস্থায় তাদের দিন কাটছে। স্থানীয় বাজার হাট থেকে ধার দেওয়া বন্ধ করা হয়েছে। ফলে এক প্রকার না খেয়েই দিন কাটছে তাদের। আবার ভিন রাজ্যের শ্রমিকদের অবস্থা আরো জটিল।
আরও পড়ুনঃ সামাজিক দূরত্ব মেনে ডেপুটেশন সিপিআইএমের, কটাক্ষ শাসকদলের
লকডাউন ঘোষণার পর কারখানার উৎপাদন বন্ধ। তারপর থেকে কারখানা কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি বলে শ্রমিক কর্মচারীরা অভিযোগ করেন। দ্রুততার সঙ্গে বকেয়া বেতন না মেটানো হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584