মেধাবী কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করল বাঁকুড়া বিশ্বপ্রেমিক সংঘ

0
34

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া:

পুরস্কৃত করে উৎসাহিত করা হল কৃতি ছাত্র-ছাত্রীদের। বিগত বছরগুলির ন্যায় এবছরও মেধাবী, কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে এগিয়ে এল বাঁকুড়া বিশ্বপ্রেমিক সংঘ। “বাঁকুড়া বিশ্ব প্রেমিক সংঘ” নামক আশ্রমের প্রয়াত অধ্যক্ষ মানবপ্রেমিক সন্ন্যাসী স্বামী প্রশান্তানন্দ মহারাজজীর পুণ্য স্মৃতির উদ্দেশ্যে সঙ্ঘের দুই সদস্য এবং স্কুল শিক্ষক নরেন্দ্র নাথ চক্রবর্তী এবং স্কুল শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী, হাড়মাসড়া গ্রামের দুই ঐতিহ্যবাহী ও প্রাচীন বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের তিন কৃতি ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করলেন।

Durga Puja
নিজস্ব চিত্র

হাড়মাসড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির সাংস্কৃতিক মঞ্চে শারদীয়া স্মরণিকা প্রকাশের পরই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাড়মাসড়া উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহ প্রধান শিক্ষক রঞ্জিত চক্রবর্তী, হাড়মাসড়া উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক উদ্ধব সিংহ মহাপাত্র এবং সুকুমার প্রামানিক, এই অনুষ্ঠানের উদ্যোক্তা শিক্ষক নরেন্দ্র নাথ চক্রবর্তী এবং হেরম্ব নাথ চক্রবর্তী, উৎসব কমিটির পক্ষে চিন্ময় মাঝি, কর্ণ ভূষণ সরকার এবং ছোটগল্পকার অদ্বৈত রায় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নিজস্ব চিত্র

পুরস্কার স্বরূপ প্রত্যেককে সুদৃশ্য ট্রফি, ইংরেজি বাংলা অভিধান, স্বামী বিবেকানন্দের ভাবাদর্শের পুস্তক, মেডেল, এবং করোনা সতর্কতার জন্য এন-৯৫ মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ জেলায় তৃতীয় স্থান দখল করল মালিহাটী পূর্বপাড়ার দুর্গাপুজো, থিম ‘দুয়ারে সরকার’

রঞ্জিতবাবু তাঁর বক্তব্যে মানবপ্রেমিক সন্ন্যাসী স্বামী প্রশান্তানন্দ মহারাজজীর জীবনাদর্শ তুলে ধরেন এবং গুরুদেবের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত ও পুরস্কৃত করার জন্য তাঁরই প্রাক্তন ছাত্র ও বর্তমান স্কুল শিক্ষকদ্বয়ের এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এই বছরের পুরস্কার বিজেতা কৃতি ছাত্র- ছাত্রীরা হলো তিথি পাত্র, সেখ রেজ্জাক ও সুমন পাত্র। সমগ্র অনুষ্ঠানটি কোভিড প্রোটোকল মেনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক ও স্কুল শিক্ষক রনজিৎ মান্ডি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here