বাঁকুড়ায় কংগ্রেসকে নীতিহীন বলে উল্লেখ অভিষেকের

0
77

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

Bankura introduces the Congress says abhishek
নিজস্ব চিত্র

Bankura introduces the Congress says abhishek

নিজস্ব চিত্রএকদিকে যখন জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিজেপি বিরোধী জোট গড়তে তৎপর,কংগ্রেসের নেতৃত্বেই যখন পাঁচ রাজ্য বিধানসভায় জয় সেই আশায় ইন্ধন যোগাচ্ছে তখন বাঁকুড়ায় ১৯ জানুয়ারীর ব্রিগেড সভার প্রস্তুতি জনসভায় অভিষেক কংগ্রেসকে নীতিহীন বলে দুষলেন।শুধু তাই নয় কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় জোটের ইঙ্গিতও দিলেন। বাঁকুড়ার ছাতনায় বামুনকুলি ফুটবল ময়দানে জাতীয় কংগ্রেসকে আদর্শহীন,নীতিহীন,
নৈতিকতাহীন দলের তকমা দিয়ে এক হাত নেন।কংগ্রেস দল ভেঙ্গে হাজার হাজার নুতন হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া তৃণমূল কংগ্রেস আদর্শে অটল রয়েছে।
১৯শে জানুয়ারীর ব্রিগেড সভায় সর্ব ভারতীয় বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আসবেন।মূলত বিজেপি বিরোধী জোটের দিশা নির্ণয় হবে এই মঞ্চ থেকে। তার আগে কংগ্রেসকে আদর্শহীন দলের তকমা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেসকে কার্যত জোটে ব্রাত রেখে দেওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।পাশাপাশি,রাম নিয়ে রাজনীতি করার পাপেই বিজেপির এই ভরাডুবি বলে কটাক্ষ করে তিনি বলেন মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিসগড় এই হিন্দু প্রাভাবিত তিন রাজ্যের হিন্দু ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে।ফলে ১৮ তেই মোদীর ঘুড়ি ভোকাট্টা হয়ে গেছে। তারা গরু নিয়ে ভোট বৈতরনী পার হতে চেয়েছিলেন কিন্তু তাদের ধারনা ছিল না যে গরু ভোট দেয় না,গরু দুধ দেয়!আর এবার এই গরুই ১৯শের ভোটে বিজেপির মুখে গোবর লেপে দেবে বলেও নরেন্দ্র মোদীর দলকে কটাক্ষ করেন।

Bankura introduces the Congress says abhishek
নিজস্ব চিত্র
Bankura introduces the Congress says abhishek
নিজস্ব চিত্র

আরও পড়ুন: স্মার্ট ক্লাসরুমে শিখছে শিক্ষার্থী খুশিতে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here