পিয়ালী দাস, বীরভূমঃ
মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যেহেতু করোনা অতিমারীর জেরে মানুষ বিপর্যস্ত, তাই আসন্ন দীপাবলিতে শব্দবাজির ব্যবহার থেকে রাজ্যবাসী যেন বিরত থাকে। পাশাপাশি রাজ্য প্রশাসনকে সজাগ হওয়ার পরামর্শও দেন তিনি।
কোথাও বেআইনি শব্দবাজি পাচারের খবর এলে তা বাজেয়াপ্ত করতে হবে বলে জানান। বুধবার তৎপরতার সাথে বীরভূমের মুরারই থানার পুলিশ বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি আটক করল।
আরও পড়ুনঃ আক্রান্তদের ক্ষতি বিবেচনা করে কালীপুজোয় বাজি না পোড়ানোর আবেদন মুখ্যমন্ত্রীর
মুরারই থানার পুলিশ সূত্রে জানাযায়, গোপন সূত্রে তাদের কাছে খবর আসে,বীরভূম – ঝারখন্ড সীমান্ত দিয়ে একটি পিকআপ ভ্যানে নিষিদ্ধ শব্দবাজি বীরভূমে আসছে। মুরারই থানার দুলান্ডি মোড়ে আগে থেকেই পুলিশ অপেক্ষায় ছিল।
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুর জেলার নতুন জেলাশাসক বিভু গোয়েল
কিছুক্ষণ পর পিকআপ ভ্যানটিকে আসতে দেখে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি শুরু করে। ১৩০০০ হাজার চকলেট বোম উদ্ধার করে পুলিশ। শব্দবাজি পাচার করার সাথে যুক্ত থাকার অভিযোগে অশোক মন্ডল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, বেআইনি শব্দবাজি পাচার রুখতে বীরভূমের সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সজাগ আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584