ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
অমরনাথের পর এবার মাছিল মাতা যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করল কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক।
বড়সড় সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা থেকে আগেই অমরনাথের তীর্থযাত্রীদের উপর সতর্কতা জারি করা হয়েছিল।পুরো কাশ্মীর জুড়ে আতঙ্ক চরমে পৌঁছে গেছে।
Jammu and Kashmir Governor says security advisory issued after credible inputs about terrorist attacks on #AmarnathYatris; Machail Mata Yatra in Kishtwar district also suspended pic.twitter.com/JGsisfLSky
— Doordarshan News (@DDNewsLive) August 3, 2019
সংবাদ সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, কাশ্মীরে এই মুহূর্তে প্রায় ১১ হাজার পর্যটক রয়েছেন। তারমধ্যে ২০০র বেশি বিদেশি।
উল্লেখ্য গত ২৫ জুলাইয়ের পর থেকে কাশ্মীরে নিরাপত্তাকে কেন্দ্র করে সর্বক্ষেত্রে প্রশাসনের তৎপরতা দেখে জোর জল্পনা শুরু হয়। ঐদিন ১০০ কোম্পানি নতুন বাহিনী মোতায়েন করা হয়।
সংবাদ সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসকে অতিরিক্ত ডিজিপি মুনির খান জানান ‘‘তীর্থযাত্রাকে টার্গেট করে বড়সড় জঙ্গি হামলা হতে পারে বলে আমাদের কাছে খবর রয়েছে। পর্যটকদের টার্গেট করা হতে পারে। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আরও পড়ুনঃ অদ্ভুত দর্শন কন্যা শিশুর জন্ম কালিয়াগঞ্জে
আপাতত কাশ্মীরে সমস্ত ক্ষেত্রে নিরাপত্তা জোরালো করা হয়েছে। কাশ্মীরের রাজ্যপাল কাশ্মীরবাসীকে গুজবে কান না দিয়ে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584