নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
ভোট গণনার প্রাথমিক আভাসের পরই দিল্লিতে বিজেপির কার্যালয়ের সামনে ঝুলল একটি বিশেষ হোর্ডিং, যাতে লেখা, ”জয়ে আমরা অহংকারী হই না। পরাজয়ে আমরা নিরাশ হই না।’
লোকসভা ভোটে মোদি-অমিত শাহ জুটি ভাল ফল করলেও বিধানসভা ভোট আসা মাত্রই ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে এই জুটির খেলা। একদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অন্য দিকে মোদি-অমিত শাহ।
আরও পড়ুনঃ দিল্লি নির্বাচনঃ গণনার প্রাথমিক পর্যায়ে এগিয়ে আপ
বিজেপি সভাপতি হিসাবে পাঁচটি রাজ্যের হার টের পেয়েছেন অমিত শাহ। তারপরেও কেজরিওয়ালের সাথে লড়াই করতে ছাড়েননি তিনি। দিল্লি সভাপতির পদ ছেড়ে দিলেও নির্বাচনের কাজে ফল পেতে একাধিক প্রচার কার্য চালিয়েছিলেন অমিত।
ভোট গণনার সকালেই প্রাথমিক ট্রেন্ডে জানা যায় একক সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে আপ। ২০ টি আসনে বিজেপি এগিয়ে থাকলেও সবমিলে আপের ধারেকাছে নেই বিজেপি। এমনকী ৩০ টি আসন জিতলেও, বিজেপির প্রচারের সময় আপকে তোয়াক্কা না করে গেরুয়াবাহিনী যে কথাগুলি বলেছিল, সেগুলোর কোনওটাই আর ধোপে টেকেনি।
তারমধ্যেই দিল্লিতে বিজেপির অফিসের বাইরে ওই হেডিং যেন শাক দিয়ে মাছ ঢাকার গল্পকেই মনে করিয়ে দেয়। সব জায়গায় এই হোর্ডিংয়ের ছবি ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলের টিপ্পনী, বিজেপি কি এত সহজেই হার স্বীকার করে নিল নাকি আগে থেকেই হোর্ডিং ছাপিয়ে রেখেছিল?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584