শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে দোলের দিনই শান্তিনিকেতনে বসন্ত উৎসব

0
155

পিয়ালী দাস, বীরভূমঃ

রাজ্যের শিক্ষা মন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে দোলের দিনে অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব। পৌষ মেলার শেষ হবার পর থেকেই শোনা যাচ্ছিল নতুন বছরে বিশ্বভারতীর বসন্ত উৎসব করতে চাইছেনা বিশ্বভারতী কর্তৃপক্ষ। বসন্ত উৎসব দোলের দিন পালন না করে তা এগিয়ে নিয়ে আসার কথা বিশ্বভারতীর চিন্তাভাবনা নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি গত বছরে দোলের দিন বসন্ত উৎসব অনুষ্ঠানের সময় শান্তিনিকেতন জুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল কয়েক লক্ষ মানুষ বসন্ত উৎসব অনুষ্ঠানে এসেছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে। একটা সময় এমন পরিস্থিতি হয়েছিল পর্যটকের ভিড়ে স্তব্ধ হয়ে গিয়েছিল বোলপুর শহর। পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত হয়ে পড়েছিল। তাই চলতি বছরে দোলের দিন বসন্ত উৎসব না করে তা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে করা যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিশ্বভারতীর এই চিন্তাভাবনাকে পরিবর্তন করার জন্য অনুরোধ করেন এবং তিনি বলেন বসন্ত উৎসব বাঙালির অত্যন্ত আবেগপ্রবণ বিষয় এভাবে নির্দিষ্ট সময়ের আগে যদি বিশ্বভারতী বসন্ত উৎসব পালন করে নেয় তবে শুধু বাঙালি নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গুরুদেবের আশ্রমে বসন্ত উৎসবে যোগ দিতে আসেন তারা বঞ্চিত হবেন।

ফাইল চিত্র

শিক্ষামন্ত্রী বলেন বসন্ত উৎসব নির্দিষ্ট সময় অর্থাৎ দোলের দিন অনুষ্ঠিত করতে গেলে রাজ্য সরকারের সাহায্য লাগবে তা অবশ্যই করা হবে গুরুত্ব সহকারে। কিন্তু দশকের পর দশক যেভাবে দোলের দিন বসন্ত উৎসব পালিত হয়ে আসছে কবিগুরুর শিক্ষার আশ্রমে এবারে তার যেন অন্যথা না হয়। শিক্ষামন্ত্রী এই আবেদন আসার পরেই শুক্রবার তড়িঘড়ি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একটি বৈঠক ডাকেন। সেখানে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় রাজ্য সরকারের তরফে রাজ্যের শিক্ষামন্ত্রীর আবেদনকে গুরুত্ব দিয়ে দোলের দিন বসন্ত উৎসব পালন হবে বিশ্বভারতীতে। বসন্ত উৎসবের দিন সঠিক নিরাপত্তা এবং সুষ্ঠু হবে পর্যটকদের নিয়ন্ত্রণ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেই মর্মে ছয় সদস্যের একটি কমিটি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। কমিটির নেতৃত্ব দেবেন ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায় যিনি রাষ্ট্রপতির মনোনীত বিশ্বভারতীর কোর্টে সদস্য। আগামী মাসের ১০ তারিখ রাজ্যে শিক্ষা মন্ত্রীর সাথে তিনি দেখা করবেন এবং বসন্ত উৎসব নির্বিঘ্নে যাতে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here