শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
লকডাউনে হাইকোর্ট-সহ সমস্ত নিম্ন আদালতও বন্ধ থাকায় রোজগারহীন সারা রাজ্যের বহু আইনজীবীও। জানা গিয়েছে, তাদের দুরবস্থার কথা চিন্তা করে কিন্তু ১৭ এপ্রিল বার কাউন্সিলের বৈঠকে কিছু সাময়িক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গ বার কাউন্সিল। শনিবার সাংবাদিক বৈঠকে খোদ বার কাউন্সিলের সদস্যরাই অভিযোগ করলেন, শুধুমাত্র চেয়ারম্যানের অসহযোগিতায় একজন আইনজীবীকেও সাহায্য করা সম্ভব হয়নি। এই নিয়ে তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানানোর পাশাপাশি চিঠি পাঠাচ্ছেন রাজ্যপালকেও।
তারা জানিয়েছেন, লকডাউনে রোজগারহীন আইনজীবীদের কথা চিন্তা করে ১৭ এপ্রিল বৈঠকে প্রত্যেক আইনজীবীকে ন্যূনতম ৩০০০ টাকা করে সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য একটি নির্দিষ্ট ই-মেলে সকলকে ব্যাঙ্ক ডিটেলস সহ আবেদন করতে বলা হয়। ২৭ এপ্রিল পর্যন্ত দেখা যায়, সেখানে সারা রাজ্য থেকে ১৯৩০০ জন আইনজীবী আবেদন করেছেন।
বার কাউন্সিলের অন্যতম সদস্য তথা আন্দোলনকারী আইনজীবীদের একজন উত্তম মজুমদার বলেন, ‘শুধু ব্যাঙ্ক ডিটেলসগুলি চেক করে আরেক বার বৈঠকে বসে চেয়ারম্যান সম্মতি দিলেই সকলে টাকা পেয়ে যেতেন।
আরও পড়ুনঃ ১জুন থেকে চালু হচ্ছে ফেরি পরিষেবা
কিন্তু দুঃখের বিষয়, আমরা গত একমাস ধরে আমাদের চেয়ারম্যান অশোক দে-র সঙ্গে আর কোনওভাবেই যোগাযোগ করে উঠতে পারিনি। আর সেই কারণে আমরা কাউকে সাহায্যও করতে পারছি না। এতে আমাদের নির্বাচিত সকল বার কাউন্সিল সদস্যমণ্ডলীর সিদ্ধান্তেরও অপমান করা হচ্ছে। তাই অবিলম্বে আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে এই অভিযোগ পত্র নবান্নে পাঠাচ্ছি। একই সঙ্গে আমরা চিঠি পাঠাচ্ছি রাজভবনে রাজ্যপালের কাছেও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584