ওবামাকে মার্কিন প্রেসিডেন্ট পদে চাননি মিশেল

0
53

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক দলের হয়ে প্রেসিডেন্ট পদের লড়াইটা সহজ ছিল না। কিন্তু তিনি সেই কঠিন লড়াই অতিক্রম করতে পেরেছিলেন। একবার নয়, দু’বার। আটবছর হোয়াইট হাউসের কুর্সিতে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা।

barack obama | newsfront.co
বারাক ওবামা, মিশেল ওবামা। ফাইল চিত্র

‘ইন অ্যা প্রমিস ল্যান্ড’ বইটিতে সেই সব দিনের কথা উল্লেখ করতে গিয়ে তিনি জানান যে, তাঁর স্ত্রী মিশেল ওবামার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে হোয়াইট হাউস দখলের লড়াই করেছিলেন। বারাক ওবামা বলেন, “যখনই লড়াই করার কথা জানিয়েছি তখনই মিশেলের উত্তর ছিল ‘না’।

আরও পড়ুনঃ আনুষ্ঠানিকভাবে জাপানের রাজা ঘোষিত হলেন আকিশিনো

উনি চাইতেন না আমি মর্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিপদে প্রার্থী হই। সবসময় বলতেন ওহ গড বারাক, এটাই যথেষ্ট নয় কি?” ওবামা আরও বলেন, “আমি নিজেকে সবসময় মনে করাতাম যে মেগালোম্যানিয়াক হয়ে পড়ছি না তো। মিশেল যদিও এই পথে আসতে চাননি।”

যদিও লড়াইয়ের শেষ অবধি স্ত্রীকে পাশে পেয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট। তার জন্য এক সাক্ষাৎকারে সেই কৃতজ্ঞতাও প্রকাশ করেন বারাক ওবামা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here