আইনজীবী রজত দে হত্যা মামলায় দোষী সাব্যস্ত স্ত্রী, বুধবার সাজা ঘোষণা

0
86

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় অস্বাভাবিক ভাবে খুন হতে হয়েছিল নিউটাউনের বাসিন্দা আইনজীবী রজত দে-কে। অবশেষে ২২ মাস পর মিলল বিচার। চাঞ্চল্যকর ওই খুনে স্ত্রী অনিন্দিতাকে দোষী সাব্যস্ত করল বারাসত আদালত। আগামী বুধবার তাঁর সাজা ঘোষণা হবে।

Couple | newsfront.co
রজত-অনিন্দিতা

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৫ নভেম্বরে নিউটাউনের ডিবি ব্লকের একটি ফ্ল্যাটে খুন হন আইনজীবী রজত দে। গলায় মোবাইল চার্জারের তার পেচিয়ে ৩৪ বছর বয়সী ওই আইনজীবীর শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়েছিল। বেডরুমের মেঝে থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুনঃ হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন আনন্দপুরের সাহসিনী নীলাঞ্জনা

যদিও তাঁর স্ত্রী অনিন্দিতা পুলিশকে প্রথমে জানিয়েছিলেন যে, খাট থেকে পড়ে গিয়ে হার্ট অ্যাটাকের পর তিনি মারা গিয়েছেন। কিন্তু পুলিশি তদন্তে ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হলে জেরার মুখে ভেঙে পড়ে দোষ কবুল করে নেন অনিন্দিতা।

আরও পড়ুনঃ গভীর রাতের অন্ধকারে উমর খালিদকে গ্রেফতার

ওই বছরেই ডিসেম্বর মাসে রজত দে-র স্ত্রী অনিন্দিতাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, স্ত্রীর ক্রমাগত অন্য কারোর সঙ্গে ফোনে কথা বলা এবং একা থাকতে চাওয়া প্রতিবাদ করেছিলেন আইনজীবী। তার জেরেই তাকে মোবাইল চার্জারের তার জড়িয়ে খুন করেন স্ত্রী। সোমবার আদালতে দাঁড়িয়ে মৃত আইনজীবীর বাবা সমীর দে বলেন, ‘আমি চাই অনিন্দিতার সর্বোচ্চ সাজা হোক।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here