নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কারচুপি করে চ্যানেলের টিআরপি বাড়ানো হচ্ছে, এই অভিযোগকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক। তাই আগামী ৩ মাসের জন্য টেলিভিশন নিউজ চ্যানেলগুলির সাপ্তাহিক রেটিং ব্যবস্থা মুলতুবি রাখার সিদ্ধান্ত নিল টিভি রেটিং সংস্থা ব্রডকাস্ট অডিয়ান্স রিসার্চ কাউন্সিল (বিএআরসি)।
হিন্দি, আঞ্চলিক, ইংরেজি সংবাদ ও ব্যবসা সংক্রান্ত খবরের চ্যানেলগুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। তবে, রাজ্য ও ভাষার ভিত্তিতে দর্শকের আনুমানিক সংখ্যা প্রকাশ করা হবে।
এ সিদ্ধান্ত প্রসঙ্গে বিএআরসি ইন্ডিয়া বোর্ডের চেয়ারম্যান পুনিত গোয়েঙ্কা জানিয়েছেন, সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত দিকগুলি পর্যালোচনা করবে বিএআরসি। টিআরপি মূল্যায়ণ ব্যবস্থায় কোথাও কোনও ত্রুটি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।
আরও পড়ুনঃ পুজোর অনুমতি নিয়ে প্রশ্ন হাইকোর্টের! মাস্ক-স্যানিটাইজার কেনার জন্য অনুদান, দাবি রাজ্যের
উল্লেখ্য, বেআইনি ভাবে চ্যানেলগুলির টিআরপি বাড়ানোর কেলেঙ্কারি ফাঁস হয়েছে বলে দাবি করেছে মুম্বই পুলিশ। এই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বহু ‘চর্চিত’ চ্যানেল রিপাবলিক টিভির। এছাড়াও টিআরপি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে আরও কয়েকটি চ্যানেলের। ওই চ্যানেলগুলির মালিককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
মুম্বই পুলিশ কমিশনার পরম বীর সিং জানিয়েছেন, “তদন্ত করতে গিয়ে দেখা গিয়েছে, ব্যারোমিটার বসানোর জন্য যে সংস্থার সঙ্গে চুক্তি করেছিল বিএআরসি, সেই সংস্থার প্রাক্তন কর্মীরা এর উপর প্রভাব খাটিয়েছেন”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584