শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ডিজিটাল রেশন কার্ড তৈরি করার প্রক্রিয়া শুরু হলেও বেশ কিছু মানুষের সে প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। এদিকে করোনা মহামারী পরিস্থিতিতে যৌনকর্মী থেকে তৃতীয় লিঙ্গের মানুষজনকেও রেশনের মাধ্যমে বিনামূল্যে চাল গম দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জন্যই এদের সকলকে দেওয়া হয়েছিল ফুড কুপন।
কিন্তু সেই কুপনের মাধ্যমে গ্রহীতাদের সঠিক পরিমাণে রেশন দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ করেছিলেন অনেকেই। তাই রেশন অফিসের সরাসরি নজরদারিতে রাখতে এবার খাদ্যসাথী প্রকল্পের ফুড কুপন রেশন গ্রাহকদের বরাদ্দ নিশ্চিত করতে এবার ফুড কুপনের ওপর বারকোড দেওয়ার সিদ্ধান্ত ও নির্দেশিকা জারি করেছে রাজ্য খাদ্য দফতর।
আরও পড়ুনঃ শীঘ্রই পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী
দফতর সূত্রে জানা গিয়েছে, এতদিন পর্যন্ত ফুড কুপনে ক্রমিক নম্বর দেওয়া থাকত। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ফুড কুপনে বারকোড থাকতেই হবে। রেশন দোকানে বসানো এফপিএস মেশিনে বারকোড ঠেকানো মাত্র সেই গ্রাহক এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য দেখতে পারবেন রেশন ডিলার ও গ্রহীতা দুজনেই। আর সেই পরিমাণ রেশন দিতেই হবে ওই কুপন হোল্ডারদের।
আরও পড়ুনঃ রাজ্য পুলিশকে না জানিয়ে সরাসরি তল্লাশি, এনআইএ পূর্বাঞ্চলীয় কর্তাকে চিঠি ডিজি বীরেন্দ্রর
কুপনে পদাধিকার উল্লেখে সরকারি অফিসারের ছাপানো সইও থাকবে। কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে খাদ্য দফতরের ইনস্পেক্টররা নিজেরা লগ-ইন করে ফুড কুপন ছাপিয়ে নিতে পারবেন। কুপন ছাপানো হয়ে গেলেই সংশ্লিষ্ট ব্যক্তির ফোনে একটা এসএমএস আসবে।
সেই মতো তিনি ফুড ইনস্পেক্টর, বিডিও, এসসিএফএস কিংবা আরও অফিস থেকে কুপন সংগ্রহ করতে পারবেন। ওই বারকোড থেকেই ডিজিটাল পদ্ধতিতে বোঝা যাবে গ্রাহক কতটা শস্য নিয়েছেন। এতে ফুড কুপনধারী গ্রাহকের রেশন তথ্য সম্বন্ধে স্বচ্ছতা বজায় থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584