কবীর হোসেন, স্পোর্টস ডেস্কঃ
সমস্ত জল্পনা উড়িয়ে শেষ পর্যন্ত বার্সেলোনার হেড কোচের দায়িত্ব গ্রহণ করলেন জাভি। শুক্রবার এক প্রেস কনফারেন্সে জাভিকে দলের পরবর্তী প্রধান কোচ ঘোষণা করলেন ক্লাবের প্রেসিডেন্ট জন জোয়ান লাপার্তা।
দলের দায়িত্বে থাকা প্রধান কোচ ডাচ ফুটবলার রোনাল্ডো কয়মেন কে ১৪মাসের মধ্যে কার্যকাল শেষ করে নতুন দায়িত্বে আনা হলো ক্লাবের প্রাক্তন ফুটবলার ও বর্তমান কাতার ফুটবল ক্লাব আল সাদ এর কোচ জাভি কে। এর আগে কে আগে জাভিকে এই অফার দেয়া হলেও কোচের পদের জন্য তিনি এই দায়িত্ব গ্রহণ করেননি।
১৯৯৭ থেকে ২০১৫ পর্যন্ত বর্ণময় ফুতবল কেরিয়ারে জাভির জেতা মোট ২৫টি ট্রফির মধ্যে আটটি লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের খেতাব। আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি ছাড়া এমন কৃতিত্ব আর কারও নেই। ২০১৫সালে অবসর নেওয়ার পর কাতারের আল সাদ ক্লাবের কোচ নিযুক্ত হন জাভি।নতুন দায়িত্বে দ্বিতীয় বছরের দলকে লীগ চাপিয়ন্স করেন। ক্লাবকে পাঁচটি টফি দিয়েছেন এই তারকা ফুটবলার তথা কোচ। এ সময় বার্সা থেকে কোচের দায়িত্বের প্রস্তাব এলেও তিনি তা সসম্মানে ফিরিয়ে দেন। কারণ হিসেবে জানিয়েছিলেন বার্সার দায়িত্ব নেওয়ার মত যথেষ্ট অভিজ্ঞতা তাঁর নেই। কিন্তু ক্লাবের চরম সময়ের অফার ফেরারনি ওই ৪১বছর বয়সী প্রাক্তন এই বার্সা ফুটবলার । তিনি বলেন, “আমি বাড়ি ফিরতে চাই এবং আমার দলের নতুন কন্টাক্ট অনুযায়ী কাজ করতে চাই । আমার ক্লাব তা অনুমোদন করেছে।
আরও পড়ুনঃ ঘরের মাঠে আটলান্টিকো হারিয়ে দিল লিভারপুল
বার্সেলনা ইতিমধ্যেই লা লিগা-র বেশ কয়েকটি ম্যাচ হেরেছে কোয়েমান এর কোচিংয়ে।তার চেয়ে দুঃখজনক হলো এল ক্লাসিকো তে রিয়াল মাদ্রিদ এর বিরুদ্ধে হার ।এছাড়া লিওনেল মেসি ও এন্টিও গ্রিজমান ও অন্যান্য কয়েকজন খেলোয়াররা ছেড়ে চলে যাওয়ায় সমস্যায় পড়েছে বার্সা। তবে মেমফিস ডিপে ,এরিক গার্সিয়া ও সর্জিও আগুরাও দলের সম্পদ হিসাবে আগামীতে তাঁকে দেখা যাবে বলেই আশা। আগামী শনিবার তিনি সেল্টা ভিগ যাচ্ছেন বার্সা দলের সাথে যোগ দিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584