ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
নিরাপত্তার প্রশ্নে বায়ুসেনার কমান্ডের অভিনন্দন বর্তমানকে তাঁর বর্তমান ডিউটি জায়গা থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে বলে সূত্রের খবর। যদিও নিরাপত্তার প্রশ্নে তাকে ঠিক কোথায় বদলি করা হচ্ছে সঠিকভাবে কিছু জানানো হয়নি । তবে যতদূর জানা গেছে পাকিস্তান সীমান্তের পশ্চিম সীমান্তের কোন একটি বেছে তিনি দায়িত্বে থাকবেন।
পাকিস্তানের বালাকোটাই প্রত্যাঘাতের পর পাক সেনাদের দ্বারা পাকিস্তানের জিম্মায় বন্দি ছিলেন ভারতীয় উইন্স কমান্ডার অভিনন্দন বর্তমান । এয়ার স্ট্রাইকের সময় দেহের বেশ কয়েক জায়গায় আঘাত পান তিনি । পাকিস্তান থেকে ফিরে আসার পর তাঁর উপর নানারকম চিকিৎসা করা হয় । পরে চিকিৎসকরা সম্মতি জানালে তিনি আবারও ভারতীয় বায়ুসেনা তার দায়িত্বে যোগ দেন ।
পাকিস্তানের বালাকোটায় পাল্টা প্রত্যাঘাতের পরে সংবাদ শিরোনামে উঠে আসে অভিনন্দন বর্তমানের নাম । ভারতীয় বায়ুসেনা এবং ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয় অভিনন্দন বর্তমান গুলি করে পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান নামিয়ে ছিলেন । পাকিস্তান অবশ্য বারবার ভারতের এই দাবিকে নাকচ করেছে । তারা দাবি করে এসেছে এফ ১৬ যুদ্ধবিমান অভিনন্দন নামাইনি ।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংবাদ শিরোনাম এ দাবি করা হয় পাকিস্তানের কোন এফ ১৬ যুদ্ধবিমান নিখোঁজ নয় অর্থাৎ অভিনন্দন বর্তমান নাকি এফ ১৬ যুদ্ধবিমান নামায়নি ।
কিন্তু ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে রেডার ছবি প্রকাশ করে জানানো হয় অভিনন্দন বর্তমান পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান গুলি করে নামিয়ে ছিলেন এমনটাই খবর সূত্রের ।
তবে অভিনন্দন বর্তমানের এই বীরত্ব কে ঘিরে ভারতের রাজনৈতিক চিত্র বদলে গেছে । বিরোধীরা বারবার কেন্দ্রে থাকা শাসক দল অর্থাৎ বিজেপিকে নিশানা করে বলেছে অভিনন্দন বর্তমানের এই কৃতিত্ব কে কাজে লাগিয়ে ভোট করছে বিজেপি । পাশাপাশি বিজেপিও কটাক্ষের সুরে বলেছে এই সমস্ত কথা বার্তা বলে দেশবিরোধী জিগির তুলে পাকিস্তানকে সহযোগিতা করছে কংগ্রেস ও অন্যান্য বিরোধীরা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584